দক্ষিণবঙ্গ

ঝাড়গ্রামের যুবকের জার্মানিতে ‘আয়রন ম্যান’ খেতাব লাভ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্ৰামের যুবক জার্মানিতে ‘আয়রন ম্যান’ খেতাব পেয়ে অনন্য নজির সৃষ্টি করলেন। জার্মানির ডুইসবর্গে এই বছর  ১ সেপ্টেম্বর বিশ্ব আয়রন ম্যান চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল। ভারতের ৫ প্রতিযোগী অংশগ্ৰহণ করেছিলেন। সাঁকরাইল ব্লকের ছত্রি গ্ৰাম পঞ্চায়েতের পালয়ডাঙ্গা গ্ৰামের ৩৩ বছরের জনা মারান্ডি প্রথমবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। দৌড়, সাঁতার ও সাইক্লিং ৬ ঘণ্টা ৩৪ মিনিট ৩৮ সেকেন্ডে সম্পূর্ণ করেন তিনি। যা তাঁকে আয়রন ম্যানের খেতাব এনে দেয়। যদিও অল্পের জন্য মূল পর্বে খেলার যোগ্যতা হাতছাড়া হয়েছে। জেলার যুবকের কৃতিত্বে উচ্ছ্বসিত ঝাড়গ্ৰামের সকল স্তরের মানুষ।
ইউরোপের বিভিন্ন দেশে প্রতিবছর আয়রন ম্যান চ্যাম্পিয়নশিপের আসর বসে। খেলাধুলার জগতে কঠিনতম প্রতিযোগিতা হিসেবে এটি পরিচিত। সাঁতার, সাইক্লিং, দৌড় ৮ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে শেষ করতে হয়। এই সময়সীমার মধ্যে যাঁরা প্রতিযোগিতা শেষ করেন তাদের আয়রন ম্যান খেতাব দেওয়া হয়। জার্মানির ডুইসবর্গে এই বছর প্রাথমিক পর্বের প্রতিযোগিতার আসর বসেছিল। মূল পর্বের খেলা ফ্রান্সে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ইউরোপ, আয়ারল্যান্ড, সাউথ আমেরিকা, ব্রাজিল, জাপান, অস্ট্রেলিয়া, ভারত সহ পৃথিবীর নানা প্রান্তের ৩৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। জনা মান্ডি সহ ভারতের মোট ৫ জন ছিলেন এই প্রতিযোগিতায়। জনা রাইন নদীর ১.৯ কিলোমিটার মাত্র ৩৭ মিনিটে অতিক্রম করেন। এরপর সাইক্লিং করে ৯০ কিম রাস্তা ৩ ঘণ্টা ১০ মিনিটে অতিক্রম করেন। শেষ ধাপে ২১.১ কিলোমিটার রাস্তা দু’ ঘণ্টা ২৯ মিনিটে দৌড়ে সম্পূর্ণ করেন। বার্লিন থেকে হোয়াটসঅ্যাপ কলে জনা বলেন, স্কুলে পড়ার সময় আয়রন ম্যান চ্যাম্পিয়নশিপ সম্পর্কে জেনেছিলাম। এই প্রতিযোগিতায় নামতে গেলে সর্বোচ্চ শারীরিক ও মানসিক শক্তির প্রয়োজন হয়। খেলাধুলার জগতে এটি কঠিনতম প্রতিযোগিতা। জার্মানিতে ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য যাই। বর্তমানে বার্লিন শহরে একটি বিনিয়োগ সংস্থায় কর্মরত। স্বপ্ন ছিল প্রতিযোগিতায় অংশ করা। প্রথমবার প্রতিযোগিতায় অংশগ্ৰহণ করেই ‘আয়রন ম্যান’ খেতাব পেয়েছি। যদিও মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারিনি। স্বপ্ন পূরণ হয়েছে। আগামী বছর মূল পর্বের যোগ্যতা অর্জনের লক্ষ্যে নামব। সেইসঙ্গে তিনি বলেন, সাঁকরাইল ব্লকের রামচন্দ্রপুরে খেরওয়াল ফুটবল অ্যাকাডেমি নামের একটি অ্যাকাডেমি চালাই। এলাকার মূলবাসী আদিবাসী ছেলেদের প্রতিভাকে সামনে তুলে ধরার লক্ষ্যে কাজ করে চলেছি। আশা করছি, এই সাফল্য জঙ্গলমহলের যুবক যুবতীদের খেলাধুলার প্রতি আরও উৎসাহী করে তুলবে। সাংসদ কালীপদ সরেন বলেন, ওঁর এই সাফল্যে ঝাড়গ্ৰাম জেলার সকল স্তরের মানুষ গর্বিত। জেলার প্রত্যন্ত এলাকা থেকে তিনি জার্মানিতে পড়াশোনা করতে গিয়েছিলেন। একইসঙ্গে খেলাধুলার চর্চা চালিয়ে গিয়েছেন। যার জেরেই এই সাফল্য এসেছে। জেলার মূল নিবাসী ছেলেমেয়েদের খেলাধুলার উন্নতিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝনু বেরা বলেন, এলাকার যুবকের এই সাফল্যে আমরা উচ্ছ্বসিত। - জনা মারান্ডি।
6d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা