দক্ষিণবঙ্গ

বিএসএফের সহযোগিতা, কাঁটাতারের ওপারে গিয়ে নির্বিঘ্নে চাষ, খুশি চাষিরা

সংবাদদাতা, কৃষ্ণনগর: প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যেও কৃষ্ণগঞ্জ ব্লকের চাষিরা কাঁটাতারের ওপারের গ্রামে গিয়ে নির্বিঘ্নে চাষ করছেন। এই অবস্থার মধ্যেও চাষ করতে পারার জন্য সীমান্তের চাষিরা বিএসএফের প্রশংসা করছেন। সীমান্ত লাগোয়া বানপুর মাটিয়ারি, ভাজনঘাট টুঙ্গি, গোবিন্দপুর, শিবনিবাস পঞ্চায়েত ও কৃষ্ণগঞ্জ ব্লকের একাধিক গ্রামের চাষীরা কাঁটাতার পেরিয়ে ওপারের মাঠে প্রতিদিন চাষ করতে যান। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, তার জন্য বিএসএফ ব্যাপকভাবে নিরাপত্তার বলয় তৈরি করেছে। টহলদারি বাড়ানো, জওয়ান বাড়ানো, ব্যারিকেড গড়ে তোলা, তল্লাশি সহ একাধিক ব্যবস্থা করেছে। ইতিমধ্যে বিএসএফ গেদেতে বানপুর মাটিয়ারি, টুঙ্গি ভাজনঘাট, গোবিন্দপুরে প্রধানদের সঙ্গে সমন্বয় বৈঠক করেছে। সেখানে মাইকিং করা, বাইরে থেকে লোক বা অচেনা কেউ এলে বিএসএফকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে। এই অবস্থায় জঙ্গি কার্যকলাপ সহ বেশ কিছু ঘটনায় সীমান্ত রক্ষী বাহিনীর মাথাব্যথা রয়েছে। 
গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশের জেলে থাকা জঙ্গিরা বেরিয়ে পড়েছে।  মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে এপারের  সীমান্ত পথ দিয়ে রোহিঙ্গা, জেএমবি সহ একাধিক সংগঠনের জঙ্গিরা অনুপ্রবেশ করতে পারে। তাই সীমান্ত এলাকায় আলাদা একটা চাপ থেকেই গিয়েছে। প্রায় ২৪ কিমি  অরক্ষিত এলাকায় নিরাপত্তা দেওয়া সীমান্ত বাহিনীর কাছে চ্যালেঞ্জ। বাংলাদেশের অশান্তিতে জঙ্গি কার্যকলাপের ঘটনা রয়েছে বলেই জানা গিয়েছে। আর উদ্বেগটা সেখানেই। নদীয়ায় জঙ্গি বা জেএমবি জঙ্গিদের কার্যকলাপ ছিলই।  প্রসঙ্গত নদীয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে রয়েছে ২২২ কিমি। এর মধ্যে ফেন্সিং রয়েছে স্থলে ১৯৪.৩ কিমি ও নদীতে মাত্র ৪ কিমি। নদী এলাকায় ১৩.৫ কিমি ও স্থল এলাকায় ১০.২ কিমি এলাকায় কোনও ফেন্সিং নেই। এই অবস্থায় ওপারের আঁচ এপারে না পড়ার জন্য প্রশাসন থেকে বিএসএফ সমস্ত ধরনের ব্যবস্থা নিয়েছে। তারপরও উদ্বেগ থেকে যায়। 
তবে এই অবস্থাতেও কৃষ্ণগঞ্জ ব্লকের কয়েক হাজার চাষি প্রতিদিন গেট খোলার সঙ্গে সঙ্গে কাঁটাতারের ওপারে তাঁদের পরিচয়পত্র জমা রেখে চাষ করতে যান। এ প্রসঙ্গে গোবিন্দপুর পঞ্চায়েতের হুদো দিগম্বরপুর এলাকার  চাষি সুকুমার বিশ্বাস বলেন, ‘আমরা প্রতিদিন গেটে পরিচয়পত্র জমা রেখে মাঠে যায়। মাঠে কলার কাদি কাটি। এছাড়া ধান ও সব্জি চাষের পরিচর্যা করি। এজন্য অবশ্যই বিএসএফের প্রশংসা করতেই হবে।’ এ নিয়ে বিজয়পুরের অনুপ বিশ্বাস বলেন, ‘আমাদের মাঠে চাষ করা নিয়ে কোনও সমস্যা নেই। মাঠে যাচ্ছি। চাষ করে ফিরতে দুপুরে পেরিয়ে যায়। বিএসএফের পক্ষ থেকে ওপারে  চাষ নিয়ে এখনও কোন বাধা আসেনি। তাই বিএসএফের এই ভূমিকা ভালো। 
এ প্রসঙ্গে বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার বলেন, এপার থেকে ওপারে মাঠে চাষ করতে যাওয়া নিয়ে কোনও সমস্যা নেই। পরিচয় দেখিয়ে চাষিরা ওপারে চাষের কাজে যাই।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা