দক্ষিণবঙ্গ

বৃষ্টিতে বাঁকুড়ায় ৭০০ বাড়ি ক্ষতিগ্রস্ত, কজওয়ে ভেঙে বহু এলাকা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও সংবাদদাতা, বিষ্ণুপুর: নিম্নচাপের বৃষ্টিতে বাঁকুড়ায় সাতশো’র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার একাধিক কজওয়ে আংশিক অথবা পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে ব্লক বা জেলা সদরের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাঁকুড়া-২ ব্লকের মানকানালি এলাকায় একটি কজওয়ে সংস্কারের একবছরের মাথায় জলের তোড়ে ভেঙেচুরে যাওয়ায় বিজেপি ও তৃণমূলের মধ্যে তর্জা শুরু হয়েছে। গন্ধেশ্বরী নদীর উপর থাকা ওই কজওয়ে ভেঙে যাওয়ায় বাঁকুড়া শহরের সঙ্গে প্রায় ৩০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া জেলাজুড়ে ৬২৯টি বাড়ি আংশিক এবং ৯৬টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে। জেলার ১০টি ব্লক ও ১০৪টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ফলস ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই বলে আধিকারিকরা জানিয়েছেন। 
এদিকে, মানকানালি এলাকার ভাঙা কজওয়ে পরিদর্শন করতে প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা সুভাষ সরকার ও বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা ঘটনাস্থলে যান। সুভাষবাবু বলেন, জেলা পরিষদ কর্তৃপক্ষ অত্যন্ত নিম্নমানের কাজ করেছিল। সেই কারণে এক বছর যেতে না যেতেই কজওয়েটি ভেঙে পড়েছে। অবিলম্বে সেটি সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা আগের মতো করার দাবি আমি জেলা প্রশাসনের কাছে করেছি। সুভাষবাবুর পাশাপাশি বিধায়কও কজওয়ে পুনর্নির্মাণের দাবিতে সরব হয়েছেন।   
বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় বলেন, বছরখানেক আগে প্রায় ৮৬ লক্ষ টাকা ব্যয়ে ওই কজওয়ে সংস্কার করা হয়েছিল। জলের স্রোতের বেগ বেশি থাকায় কজওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্নমানের কাজের অভিযোগ ভিত্তিহীন। তালডাংরা বিধানসভার আগে বাজার গরম করতে বিজেপি মিথ্যা অভিযোগ করছে।   
এদিকে, কোতুলপুরের ডিঙ্গালে জলের তোড়ে পাড় ভেঙে রোয়া ধান সহ বেশ কয়েক বিঘা চাষের জমি খালে বিলীন হয়ে যায়। লাউগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডিঙ্গাল খালে উপর থাকা সেতুটি প্রায় তিনবছর আগে একইভাবে ধ্বসে গিয়েছে। এবারে তা আরও হেলে পড়েছে। জলের তোড়ে সেতুর একদিকের অংশের পাড় ভেঙে যাওয়ায় চাষের জমি খালের সঙ্গে মিশে গিয়েছে। জমি চলে যাওয়ায় চাষিরা বিপাকে পড়েন। বেহাল সেতুর সঙ্গে বাঁশের সাঁকো জুড়ে স্থানীয়রা খাল পারাপার করতেন। জলের তোড়ে সাঁকোটি ভেসে যাওয়ায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন তাঁরা। তবে শনিবার সকালে থেকে বৃষ্টি না হওয়ায় কোতুলপুর ছাড়াও মহকুমার ইন্দাস, পাত্রসায়র ও সোনামুখীর নিচু এলাকায় জমা জল সরতে শুরু করেছে। তাই এদিন বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। প্রশাসনের আধিকারিকরা বলেন, ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করা হচ্ছে। সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।  
কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ক্ষতিপূরণ পান, তারজন্য কৃষিদপ্তরে আবেদন জানাতে বলা হয়েছে। ডিঙ্গালের সেতুটি যাতে দ্রুত নির্মাণ করা যায়, সেব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ ও দেবদর্শনে আত্মিক শান্তি। প্রেম-প্রণয়ে বিয়োগ যোগ। কর্মে কমবেশি উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা