দক্ষিণবঙ্গ

আর্থিক অনিয়ম: প্রধান শিক্ষকের তিনটি ইনক্রিমেন্ট বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আর্থিক তছরুপের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে পড়েছিল পোস্টার। জেলা শিক্ষাদপ্তরের কাছে এনিয়ে অভিযোগ জানানো হয়েছিল। অভিযুক্ত প্রধান শিক্ষক গৌতম ভৌমিককে কড়া শাস্তি দিল মধ্যশিক্ষা পর্ষদ। তাঁর তিনটি ইনক্রিমেন্ট বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষাদপ্তর। গুড়গুড়িপাল হাইস্কুলের এই ঘটনায় শোরগোল পড়েছে। শিক্ষাদপ্তরের একাংশের কথায়, এই ধরনের ঘটনা একেবারে নজিরবিহীন। আগামী দিনে যাতে দুর্নীতির সঙ্গে কেউ যাতে যুক্ত হওয়ার সাহস না পায়, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 
প্রধান শিক্ষক গৌতমবাবু বলেন, স্কুল সংস্কারের জন্য টাকা এসেছিল। অন্য খাতে সেই টাকা খরচ হয়েছে। এনিয়ে উচ্চ আদালতে যাব। 
স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে এই স্কুলে পরিচালন কমিটি গঠন হয়। তারপর থেকেই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠতে শুরু করে। প্রধান শিক্ষক এক ফান্ডের টাকা অন্য ফান্ডে খরচ করেছেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে প্রায় ২০ লক্ষ টাকা তছরুপের অভিযোগ ওঠে। এছাড়াও অন্য বেশকিছু দুর্নীতির অভিযোগ তুলতে শুরু করে স্কুলের পরিচালন কমিটি। জেলা শিক্ষাদপ্তরের কাছে সেই অভিযোগ জানানো হয়। প্রায় তিন বছর ধরে তদন্ত চলার পর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল শিক্ষাদপ্তর। মেদিনীপুরের বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) স্বপন সামন্ত বলেন, নিয়ম মেনে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। স্কুল পরিচালন কমিটির সভাপতি দীপক অধিকারী বলেন, স্কুলের টাকা নয়ছয় হয়েছে। সেই নিয়ে কমিটির তরফে অভিযোগ করা হয়েছিল। এরপর মধ্যশিক্ষা পর্ষদ পদক্ষেপ নিয়েছে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা