দক্ষিণবঙ্গ

বৃষ্টিতে জলমগ্ন শহর থেকে গ্রাম

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: রাতভর বৃষ্টিতে জলমগ্ন নদীয়া জেলা। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার রাত পর্যন্ত নাগাড়ে বৃষ্টি। তাতেই জনজীবন বিপর্যস্ত হয়েছে জেলার সর্বত্র। জলমগ্ন হয়েছে শহর থেকে গ্রাম। কোথাও হাঁটু সমান জল। আবার কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে গিয়েছে। এমনকী জেলার বেশকিছু জায়গায় রাস্তায় ধস নামতেও দেখা গিয়েছে।‌ গ্রামের দিকে অনেক জায়গায় চাষের জমি জলমগ্ন হয়ে গিয়েছে। 
বৃহস্পতিবার সন্ধ্যার বৃষ্টিতেই কৃষ্ণনগর শহরের অধিকাংশ ওয়ার্ড জলের তলায় চলে‌ যায়। শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়েও হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। সেই জমা জলের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। সারারাত বৃষ্টি না থামার কারণে জল বেরোনোর সুযোগ হয়নি। সকাল থেকেও মুষলধারে বৃষ্টি হয়। কৃষ্ণনগর শহরের বি এল আর অফিসের পিছনের গাছ ভেঙে পড়ে। শিক্ষাদপ্তরের পাঁচিল ভেঙে পড়ে। শক্তিনগর জেলা হাসপাতাল চত্বরও জলমগ্ন ছিল। রাজার দীঘির কাছে রাস্তার ধারে সামান্য ধস নামে। অনেক বাড়িতেও জল ঢুকে পড়ে। কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তিনি  জানান, টানা বৃষ্টির কারণে নিচু জায়গার কিছু বাড়িতে জল জমে আছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সমস্ত পরিবার রান্না করতে পারেনি, তাদের জন্য আলাদা করে আমরা ব্যবস্থা নিয়েছি। তাঁরা চাইলে হ্যালো চেয়ারম্যানে ফোন করতে পারেন। আমরা তাঁদের বাড়িতে খাবার পোঁছে দেব।‌ রাস্তায় বড়সড় ধস দেখা গিয়েছে কালীগঞ্জের বড় চাঁদঘর পঞ্চায়েত এলাকায়। ফলে পাইপ লাইন ভেঙে গিয়েছে। পঞ্চায়েত প্রধান পাপিয়া মজুমদার বলেন, স্থানীয় বাসিন্দারা আমাদের কাছে লিখিতভাবে জানিয়েছেন।  আমরা সেটি বিডিওর কাছে পাঠিয়েছি। খুব শীঘ্রই রাস্তার ধস মেরামতির কাজ শুরু হবে। স্থানীয় বাসিন্দা মোজাফফর আহমেদ বলেন, যে জায়গায় রাস্তা ধস নেমেছে সেটা হল তিন রাস্তার মোড়। মাটির ধসে যাওয়ার জন্য পাইপলাইন ভেঙে গিয়েছে। এমনিতেই বিগত কয়েকদিন ধরে আমাদের এলাকায় জল আসছে না। তারউপর  পাইপ ভেঙে গিয়েছে। আমরা খুব চিন্তায় আছি। এর পাশাপাশি কালীগঞ্জ ব্লকের মাটিয়ারি থেকে কান্দিকপুর যাওয়ার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তাও  ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।‌ এছাড়াও মাটিয়ারি পঞ্চায়েতের বেশ কিছু এলাকা জলে ডুবে গিয়েছে। এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য রাজেশ বর্মন বলেন, মাটিয়ারির কিছু এলাকায় জল বের করা যাচ্ছে না মাঝখানে রাস্তা থাকার কারণে। পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিও আমাদের এলাকায় পরিদর্শনে এসেছিলেন। অন্যদিকে, করিমপুর-১ ব্লকের গ্রামীণ হাসপাতালের ভিতরেও জল ঢুকে পড়ে। পঞ্চায়েত প্রধান সুপর্ণা মুখোপাধ্যায় বলেন, পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের তরফ থেকে যৌথভাবে, হাসপাতাল থেকে জল বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। • নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা