দক্ষিণবঙ্গ

রাতভর বৃষ্টিতে ডুবল কাটোয়া, দাঁইহাট, গুসকরা, বহু জায়গায় কোমর সমান জল

সংবাদদাতা, কাটোয়া: রাতভর বৃষ্টিতে কাটোয়া, দাঁইহাট, গুসকরা তিন শহরই জলমগ্ন হয়ে পড়েছে। তিন শহরের বহু ওয়ার্ডে কোমর পর্যন্ত জল জমেছে। বহু বাড়িতে জল ঢুকে পড়েছে। কাটোয়া পুরসভা কন্ট্রোল রুম খুলেছে। মেশিন দিয়ে শুক্রবার জল ছেঁচেছে। গুসকরা শহরের মেলবন্ধন সেতু জলের তলায় চলে গিয়েছে। বহু ওয়ার্ড বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিন শহরেরই বেহাল নিকাশি ব্যবস্থার জন্য ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। 
কাটোয়া পুরসভার ১০, ১১ ও ১৪ নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়েছে। ওই ওয়ার্ডগুলিতে রাস্তায় জল জমে রয়েছে। অনেক বাড়িতেও জল ঢুকেছে। বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় পানুহাট চৌরঙ্গি সহ বেশ কিছু ওয়ার্ড। বিশেষ করে ওয়ার্ডের নিচু এলাকাগুলিতে জল জমে যাচ্ছে। জল বের হতেও অনেক সময় লাগছে। নিকাশি নালার জল উপচে রাস্তায় চলে আসছে। ফলে নোংরা জল পেরিয়ে বাসিন্দাদের যেতে হচ্ছে। চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। অজয় নদ কাটোয়ায় ভাগীরথীতে এসে মেশে। শহরে চারটি লকগেট রয়েছে। এদিন লকগেট মাছ ধরার জন্য কেউ বন্ধ করে দেয়। তাতেই সমস্যা বাড়ে। যদিও পরে আবার লকগেট খুলে দেওয়া হয়। কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা বলেন, আমরা মেশিন দিয়ে বেশ কয়েকটি ওয়ার্ডে জল ছেঁচে দিয়েছি। তাছাড়া পরিস্থিতির উপরেও নজর রাখা হচ্ছে। গুসকরা শহরের মাঝখান দিয়ে বয়ে চলেছে কুনুর নদী। আর শহরের ভৌগলিক অবস্থান অনেকটা কড়াইয়ের মতো। শহরে বৃষ্টিতে বিভিন্ন ওয়ার্ডে জল জমে গিয়েছে। বেশ কয়েকটি মাটির বাড়ি ভেঙে পড়েছে। শহরের মেলবন্ধন সেতু জলের তলায় চলে গিয়েছে। আউশগ্রামের ভেদিয়া এলাকায় প্লাবিত হয়ে গিয়েছে। যার ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। গুসকরা পুরসভার ভাইস চেয়ারম্যান বেলি বেগম বলেন, আমরা নজরদারি চালাচ্ছি সব ওয়ার্ডেই। 
দাঁইহাটে বেহাল নিকাশি ব্যবস্থার জন্য গোটা শহরের বেশির ভাগ ওয়ার্ডই জলমগ্ন হয়ে গিয়েছে। পুরনো শহরের বেহাল নিকাশি নিয়ে ক্ষোভ বাসিন্দাদের। আবর্জনার স্তূপ জমে নিকাশি নালাগুলিতে বংশবিস্তার করছে মশার ঝাঁক। শহরের ১২ নম্বর ওয়ার্ডের সাহাপাড়ায় নিকাশি ব্যবস্থাও ভেঙে পড়েছে। সেখানেও জল জমেছে। ৯ নম্বর ওয়ার্ডের মধ্য কলোনি, চর পাতাইহাটের বুড়ির বটতলা এলাকা, ১০ নম্বর ওয়ার্ডে চর দাঁইহাট, ১১ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া প্রভৃতি এলাকার জল ঠিকমতো বের হচ্ছে না। জল জমেছে। শহরের ৪ ও ১২ নম্বর ওয়ার্ডের নন্দীবাগান এলাকার কাছে স্কুল রোড, ৫ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া, ১১ নম্বরের ডাঙ্গাপাড়া, ৩ ও ১১ নম্বর ওয়ার্ডের মাঝে উদয়নগর প্রভৃতি এলাকাগুলি বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে। বাসিন্দারা জানান, নিকাশি নালাগুলি সরু হওয়ায় বৃষ্টির জল জমে বাড়িতে পর্যন্ত ঢুকে পড়েছে।
• নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা