বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

কালনায় টানা বৃষ্টি, জল জমে দুর্ভোগ এলাকাবাসীর

সংবাদদাতা, কালনা: লাগতার বৃষ্টির জেরে শুক্রবার কালনা মহকুমাজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কালনা শহর ও মহকুমার কালনা ১ ও ২ পূর্বস্থলী ১ ও ২ এবং মন্তেশ্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার কৃষিজমি থেকে রাস্তাঘাট জলের তলায় চলে যায়।
শহরের বেশিরভাগ ওয়ার্ডে জল জমে যাওয়ায় দুর্ভোগ চরমে ওঠে। কালনা স্টেশন রোড, আমলাপুকুর-বৈদ্যপুর রোড, নেপপাডা হাসপাতাল রোড, যোগীপাড়া, কাঁসাড়িপাড়া, বারুইপাড়া, শাসপুর, লক্ষ্মণপাড়া প্রভৃতি এলাকা জলমগ্ন হয়ে যায়। কালনা মহকুমা হাসপাতালে জমা জল পাম্প করে বের করার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। কালনা-১ ব্লকের হাটকালনা পঞ্চায়েত অফিস সহ বিস্তীর্ণ এলাকায় জল জমে দুর্ভোগ দেখা দেয়।
নাদনঘাট থানার গোপীনাথপুর, জালুইডাঙা, গৌরাঙ্গপাড়া, শ্রীরামপুর, জাহান্নগর, নসরৎপুর প্রভৃতি এলাকায় বাড়িতেও জল ঢুকে যায়। মন্তেশ্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে। মড়াইপিড়ি, আদিবাসীপাড়া ও ঝিকড়ে এলাকায় বাড়িতে জল ঢুকে যাওয়ায় বেশ কয়েকটি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মাঝেগ্রাম, ঝিকড়ে সহ কিছু জায়গায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কালনা নান্দাই এলাকায় জলে দুর্ভোগের জেরে এলাকার বাসিন্দারা এসটিকেকে রোড অবরোধ করেন। ১৫ মিনিট পর পুলিস ও ব্লক প্রশাসনের আধিকারিকরা গিয়ে আশ্বাস দিলে অবরোধ ওঠে। খড়ি ও বেহুলা নদীর জল বৃদ্ধি পাওয়ায় নদীর দু’পাড়ের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস বলেন, ব্লকে বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলের তলায় গিয়েছে। ঘরে জল ঢুকে যাওয়ায় কয়েকটি পরিবারকে অন্যত্র আশ্রয় দেওয়া হয়েছে। শুকনো খাবার ও ত্রিপল দেওয়া হয়েছে।-নিজস্ব চিত্র
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা