দক্ষিণবঙ্গ

অবিরাম বর্ষণে বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বৃহস্পতিবার রাত থেকে অবিরাম বর্ষণে বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বাঁকুড়া ও আরামবাগে জল জমে যাওয়ায় সব্জির ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কাঁচা বাড়ি ভেঙে পড়ায় অনেকে আশ্রয়হীন হয়ে পড়েন। ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে ত্রাণ দেওয়ার দাবি উঠেছে। কিছু জায়গায় অস্থায়ী ত্রাণ শিবির খুলে দুর্গতদের আশ্রয় দেওয়া হয়েছে। 
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় বাঁকুড়ায় ৬৯.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির জেরে বাঁকুড়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে কয়েকটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। বাঁকুড়ার কেঞ্জাকুড়ায় একটি সেতুর ক্ষতি হয়। মানকানালি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। মেজিয়ার তেওয়ারিডাঙাতেও একটি বাড়ি ভেঙেছে। ওই ব্লকের রেল কলোনি এলাকা, কুস্তোর ও রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কিছু অংশ জলমগ্ন হয়ে পড়ে। ছাতনায় একটি নির্মীয়মাণ সেতুর একাংশ ক্ষতিগ্রস্ত হয়। জেলা পরিষদ ওই সেতুটি তৈরি করছে। কয়েকটি জায়গায় কজওয়ের উপর দিয়ে জল বইতে থাকে।
বৃষ্টির জেরে বিষ্ণুপুর মহকুমার সোনামুখী, কোতুলপুর, পাত্রসায়র ও ইন্দাসের বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলের তলায় চলে যায়। সোনামুখীতে কয়েকটি মাটির বাড়ি ভাঙে। জল জমে যাওয়ায় ফসল নষ্টের আশঙ্কা করছেন চাষিরা। সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় বলেন, দামোদর তীরবর্তী এলাকার রাঙামাটি, ডিহিপাড়া, কেনেটি, অমৃতপাড়া, নিত্যানন্দপুর প্রভৃতি এলাকা পরিদর্শন করা হয়েছে। বিডিও নিজেও এলাকা পরিদর্শন করেছেন। ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দু’একটি মাটির বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর এসেছে। তাঁদের ত্রিপল দেওয়া হবে।  
এদিন ইন্দাসের করিষুণ্ডা এলাকায় চাষের জমি জলের তলায় চলে যায়। আকুইয়ে গার্লস হাইস্কুল, পোস্টঅফিসের একাংশ ডুবে গিয়েছে। রাস্তায় কোমর সমান জল। ফলে পশ্চিমপাড়ার সঙ্গে পূর্বপাড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোতুলপুরে কয়েকটি বাড়িতে জল ঢুকে যায়। নেতাজি মোড় থেকে মিল মোড় পর্যন্ত রাস্তায় জল থইথই করে। জয়রামবাটিতে আমোদর খালে জল উপচে চাষের জমি প্লাবিত হয়। পাত্রসায়রের গোস্বামীগ্রামে শালী নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে পড়ে।
বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত পুরুলিয়ার জনজীবন। পুরুলিয়া শহরের একাধিক জায়গায় রাস্তার উপর দিয়ে জল বইতে থাকে। জেলার গ্রামাঞ্চলে বেশ কিছু মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রঘুনাথপুর শহরেও কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছে।
নিম্নচাপের বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন আরামবাগ মহকুমার বাসিন্দারাও। শুক্রবার সকাল পর্যন্ত মহকুমার সর্বত্র বৃষ্টি হয়েছে। তারফলে নদীগুলিতে জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। জলের তোড়ে খানাকুলের গড়ের ঘাটে রূপনারায়ণ নদের উপর থাকা একটি বাঁশের সাঁকো ভেসে যায়। তারফলে হুগলি ও মেদিনীপুর জেলার বাসিন্দাদের নৌকায় পারাপার করতে হয়। গোঘাটে রাজ্য সড়কের উপর বৃষ্টির জল জমে যায়। গোঘাটের কামারপুকুর থেকে বদনগঞ্জ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একইভাবে হলদি এলাকাতেও জল দাঁড়িয়ে যাওয়ায় যাতায়াত বিঘ্নিত হয়। তবে দুপুরের পর বৃষ্টি থামায় জল কিছুটা নেমেও গিয়েছে। আরামবাগের মহকুমা শাসক সুবাশিনী ই বলেন, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। ব্লক প্রশাসন ও পুরসভাকে সতর্ক থাকতে বলেছি। সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা