দক্ষিণবঙ্গ

স্থানীয়দের নিয়োগের দাবি, পুরুলিয়া মানসিক আরোগ্য নিকেতনে ফের বিক্ষোভ তৃণমূলের

সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়া মানসিক আরোগ্য নিকেতনে শুক্রবার ফের বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। রাজ্যের স্বাস্থ্যকর্তাদের পরিদর্শনের মাঝেই তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি সহ কাউন্সিলারদের একাংশ বিক্ষোভ দেখায়। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগে অনিয়ম হয়েছে। কোভিডের পর শহরের কাজ হারানো যুবকদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তৃণমূল নেতা-কর্মীরা। প্রসঙ্গত, এজেন্সির মাধ্যমে কিছুদিন আগে পুরুলিয়ার মানসিক আরোগ্য নিকেতনে বিভিন্ন পদে ২৯ জনকে নিয়োগ করা হয়। ওই নিয়োগের খবর জানাজানি হতেই দফায় দফায় বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা। নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে হাসপাতালের সুপারকে লিখিত অভিযোগও করেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। পাশাপাশি এজেন্সির মাধ্যমে নিযুক্ত কর্মীদের হুমকি দিয়ে কার্যত হাসপাতাল থেকে বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কাউন্সিলারদের বিরুদ্ধে। 
শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের একটি টিম মানসিক আরোগ্য নিকেতন পরিদর্শনে আসে। সেই খবর পেয়েই এদিন শহর সভাপতির নেতৃত্বে তৃণমূল নেতা ও কাউন্সিলাররা ফের হাসপাতালে বিক্ষোভ দেখান। স্বাস্থ্যকর্তাদের সামনে নিজেদের ক্ষোভ উগরে দেন। তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি প্রদীপ ডাগা, প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা কাউন্সিলার বৈদ্যনাথ মণ্ডল, বিভাসরঞ্জন দাস, তৃণমূল কংগ্রেস নেতা পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রদীপবাবু বলেন, রাজ্য থেকে যে টিম এসেছিল তাদের কাছে নিজেদের অভিযোগের কথা জানিয়েছি। পুরুলিয়া শহরের যাঁরা করোনার সময় সাধারণ মানুষকে হাসপাতালে পরিষেবা দিয়েছিলেন, তাঁদের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে। কাজ হারানো ওই যুবকদের হাসপাতালে কাজের অভিজ্ঞতাও রয়েছে। তিনি আরও বলেন, অর্থের বিনিময়ে বেসরকারি এজেন্সি লোক নিয়োগ করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। তারই প্রতিবাদ জানানো হয়েছে। 
বিভাসরঞ্জনবাবু বলেন, এজেন্সির সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যাদের নিয়োগ করা হয়েছে, তারা যাতে কাজে যোগ দিতে না পারে তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। স্বাস্থ্যকর্তারা তা মেনে নিয়েছেন। এর অন্যথা হলে হাসপাতালে সামনে বসে আন্দোলন শুরু করা হবে। এজেন্সির মাধ্যমে নিযুক্ত পুরুলিয়া শহরের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কুণাল দাস বলেন, বিজ্ঞপ্তি দেখে এজেন্সিতে যোগাযোগ করেছিলাম। তারপর এজেন্সি নিয়োগ করার পরেও কয়েকজন কাউন্সিলার কাজে যোগ দিতে দিচ্ছেন না।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা