দক্ষিণবঙ্গ

ভুয়ো নথি তৈরি করে বাড়ি নির্মাণের অভিযোগ, গ্রেপ্তার আশ্রমের সন্ন্যাসী

সংবাদদাতা, নবদ্বীপ: জালিয়াতি ও ভুয়ো কাগজপত্র তৈরি করে বাড়ি নির্মাণের অভিযোগে মায়াপুরের এক আশ্রমের সন্ন্যাসীকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম জয়ন্তকুমার সাহা ওরফে জগদার্তিহা দাস। বৃহস্পতিবার রাতে মায়াপুর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মায়াপুরেরই অন্য একটি মঠের বিশেষ দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার ধৃতকে নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়ে আসার সময় প্রবল উত্তেজনা ছড়ায়। আদালত চত্বরে আগে থেকেই হাজির ছিলেন বিজেপির রাজ্য কৃষকসভার সভাপতি মহাদেব সরকার সহ বিশ্ব হিন্দু পরিষদের নেতা ও কর্মীরা। এদিন তাঁরা কোর্ট চত্বরে স্লোগান দিতে থাকেন। পুলিস এসে তাঁদের সরিয়ে দেয়। এদিন আদালত চত্বরে পুলিসি নিরাপত্তা রাখা হয়েছিল জোরদার। বিচারক ধৃতকে পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
বিশ্ব হিন্দু পরিষদের মধ্যবঙ্গ প্রান্ত সভাপতি শ্রুতি শেখর গোস্বামী বলেন, জগদার্তিহা প্রভু সারস্বত একটি মঠের জয়েন্ট সেক্রেটারি এবং বিশ্ব হিন্দু পরিষদের মার্গ দর্শক মণ্ডলীর সদস্য। ২০১২ সালে একটি জমিতে অবৈধভাবে কনস্ট্রাকশনের অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে প্রতারণা সহ বিভিন্ন ধারায় মামলা করে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে অভিযোগ হয়। ওই দিনই পুলিস তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে ফাঁসানো হচ্ছে। আমরা উচ্চ আদালতে যাব। মায়াপুর- বামুনপুকুর-১ পঞ্চায়েতের সিপিএমের প্রধান নমিতা বিশ্বাস তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁর মুখোশ খুলে দেব। 
অভিযুক্তের আইনজীবী শুভ্রশুচি মুখোপাধ্যায় বলেন, পঞ্চায়েত প্রধান অভিযোগ করেছেন আমার মক্কেল জাল ডকুমেন্টেস-এর উপর ভিত্তি করে কনস্ট্রাকশন করেছেন। কিন্তু, এই অভিযোগে স্বপক্ষে তিনি কোনও কাগজ জমা দিতে পারেননি। দ্বিতীয় কথা হচ্ছে এই মামলা সিভিল কোর্টের, এটা ক্রিমিনাল কোর্টের মামলা নয়। 
সরকারি আইনজীবী নবেন্দু মণ্ডল বলেন, বৃহস্পতিবার মায়াপুর-বামুনপুকুর-১ পঞ্চায়েতের প্রধান গৌরনগরের একটি জায়গা নিয়ে অভিযোগ করেন। সেখানে কৃষি জমিকে অকৃষি রূপে রূপান্তর করে নির্মাণ কাজ হয়েছে। এমনকী ফ্ল্যাট তৈরি করে বিদেশিদের বিক্রি করেছেন। অনুমতি ছাড়াই পাঁচতলা বিল্ডিং নির্মাণ করেছেন। অভিযুক্ত ব্যক্তি জালিয়াতি করেছেন। 
অভিযোগকারী মায়াপুর-বামুনপুকুর-১ পঞ্চায়েতের প্রধান বলেন, অভিযোগ জানিয়েছি। পুলিস যা ব্যবস্থা নেওয়ার নেবে। -নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা