দক্ষিণবঙ্গ

রাতভর বৃষ্টির জেরে বিপর্যস্ত বীরভূম, জলের তলায় একাধিক কজওয়ে, বিচ্ছিন্ন যোগাযোগ

নিজস্ব প্রতিনিধি, ও সংবাদদাতা: বৃহস্পতিবার বিকেলের পর থেকে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত অবস্থা গোটা বীরভূমের। একের পর এক কজওয়ের উপর দিয়ে বইছে জল। বিছিন্ন হয়ে গিয়েছে একাধিক গ্রাম। কমপক্ষে ৪৫টি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশকিছু মাটির বাড়িও ভেঙে পড়েছে। সিউড়ি-২ ব্লকের দমাদমায় দেওয়াল চাপা পড়ে ১২টি গোরু মারা গিয়েছে। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর জলমগ্ন হয়ে যাওয়ায় এক্সরে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। জলমগ্ন হয়ে পড়ায় বোলপুরের কঙ্কালীতলা মন্দির বন্ধ করে দিতে হয়। সিউড়ি, বোলপুর, রামপুরহাট সহ জেলার সর্বত্র দুর্ভোগের চিত্র ধরা পড়ে। তবে শেষ ২৪ ঘণ্টায় প্রায় ১২০ মিলিমিটার বৃষ্টি হওয়ায় ধান চাষিদের স্বস্তি ফিরেছে। 
বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির জেরে সিউড়ির চন্দ্রভাগা নদীর কজওয়ের উপর দিয়ে জল বইতে থাকে। ফলে জানুরি, কোমা, ভগীরথপুর সহ বেশ কয়েকটি গ্রাম মূল শহরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই ব্লকের দমদমার ধলটিকুড়ি গ্রামের শেখ আলাউদ্দিনের মাটির গোয়ালঘর ভেঙে ১২টি গোরু মারা যায়। বিডিও ঋষিকা দাস গ্রামে গ্রামে ঘুরে ক্ষয়ক্ষতির হিসেব নেন। অন্যদিকে, ইলামবাজার, লাভপুর, নানুর, বোলপুর সহ প্রায় প্রত্যেক এলাকাতেই একনাগাড়ে বৃষ্টির ফলে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। ইলামবাজারের টিকরবেতা, জয়দেব সহ একাধিক এলাকায় জল জমে গিয়েছে। অজয় নদও ফুঁসতে শুরু করেছে। লাভপুরের বিপ্রটিকুরি, সরিপা এলাকার বেশ কয়েকটি রাস্তাঘাট চলে গিয়েছে জলের তলায়। ঠিবা পঞ্চায়েতে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একই অবস্থা নানুরের সুন্দরপুর, রামকৃষ্ণপুর, গাজিডাঙ্গাল সহ একাধিক নদী তীরবর্তী গ্রামগুলিতে। বিঘার পর বিঘা চাষের জমি এখন জলের তলায়। একইভাবে বোলপুরের লায়েকবাজার ক্যানেল পাড়, নিচু বাঁধগোড়া, উদয়নপল্লি কার্যত জলের তলায় চলে গিয়েছে। এদিকে বোলপুর রেল স্টেশনের ট্রাকেও জল জমে যায়। ফলে দূরপাল্লার ট্রেন ধীরগতিতে যাতায়াত করছে। শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় কোপাই নদীর জল সেতুর উপর দিয়ে বিপজ্জনকভাবে বইতে শুরু করেছে। সতীপীঠ কঙ্কালীতলাও জলমগ্ন হয়ে পড়ে। কোপাই নদীর জল প্লাবিত হয়ে পৌঁছে গিয়েছে মন্দির চত্বরে। দুপুরে জল আরও বেড়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় মন্দির। ইলামবাজারের মহেশাপুর গ্রামের গোল্টে থেকে বোলপুর আসার রাস্তায় ধস নেমে জলের তোড়ে ভেসে যায় একটি মালবাহী গাড়ি। 
রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের এক্সরে রুমে জল ঢুকে যাওয়ায় শটসার্কিটের ভয়ে পরিষেবা বন্ধ হয়ে পড়ে। ফলে এক্সরে করাতে এসে হয়রানির মুখে পড়েন রোগীরা। একইভাবে দু’নম্বর প্রবেশপথে হাঁটু সমান জল জমে যায়। এএসভিপি পলাশ দাস বলেন, নিকাশির কারণেই এই সমস্যা হয়েছে। হাইড্রেন বুজে রয়েছে। জল বেরতে পারছে না। মেডিক্যাল থেকে একটি বা দুটি ড্রেন যদি সরাসরি পাশ দিয়ে যাওয়া ক্যানেলের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে হয়তো এই সমস্যা থেকে মুক্তি মিলবে। অন্যদিকে, নিকাশি অব্যবস্থার কারণে জলমগ্ন হয়ে পড়ে নলহাটি-২ ব্লকের শীতলগ্রামের চকপাড়া। সেখানে কোমর সমান জল দাঁড়িয়ে গিয়েছে। একইভাবে সদাইপুর থানার রেঙ্গুনি গ্রামের একাংশ জলমগ্ন হয়ে পড়েছ। দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের ঝিরুল, আমুরি, শিমুলডিহি সহ বেশ কয়েকটি গ্রামের বেশ কয়েকটি বাড়িতেও জল ঢুকে যায়। বক্রেশ্বর কজওয়ের উপর দিয়েও জল বইতে শুরু করে। জেলাশাসক বিধান রায় বলেন, প্রশাসন সবদিকে নজর রেখেছে। কোথায় ত্রিপল লাগবে, খাবার লাগবে সব ব্যবস্থা করা হচ্ছে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা