বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ঝাড়গ্রাম মেডিক্যালে পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঁচতলার সিঁড়ির জানালা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক রোগীর। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম কমল মাঝি (৩০)। বাড়ি বাঁকুড়া জেলার বারিকুল থানার লুড়কা গ্রামে। তিনি দিনমজুরের কাজ করতেন। এই ঘটনায় মেডিক্যালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারও গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে মেডিক্যাল কর্তৃপক্ষ জানিয়েছে। 
ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি অনুরূপ পাখিরা বলেন, বিষয়টি নজরে এসেছে। খুবই দুঃখজনক ঘটনা। তদন্ত কমিটিকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ২১ জুলাই অর্থাৎ রবিবার বমি ও পায়খানার উপসর্গ নিয়ে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন কমল। তাঁকে মেল মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তাঁর খিঁচুনি হচ্ছিল। তবে ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হয়। এমনকী হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ভোর হতেই তিনি বাড়ি যাওয়ার জন্য অধৈর্য্য হয়ে পড়েন। এরপর মেল মেডিসিন বিভাগের মধ্যে ছোটাছুটি শুরু করে দেন। সেই সময় মেল মেডিসিন ওয়ার্ড চত্বরে একজন সিকিউরিটি গার্ড ছিলেন। তিনি বাথরুমে গিয়েছিলেন। তখনই সকলের নজর এড়িয়ে হাসপাতালে পাঁচতলার ছাদে উঠে যান কমল। সেখানে সিঁড়ির জানালার কাচ ভেঙে সোজা নীচে ঝাঁপ দেন। তড়িঘড়ি হাসপাতালের কর্মীরা তাঁকে উদ্ধার করেন।
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা