বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

কংসাবতীর তীরে ‘সূর্যাস্তের হাট’, ফের চালুর দাবি

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: উদ্বোধন হয়েছিল ঘটা করে। কয়েক লক্ষ টাকা খরচ করে সৌন্দর্যায়নও করা হয়েছিল। সপ্তাহান্তে হস্তশিল্পের হাট বসারও কথা ছিল। হাটের নামও দেওয়া হয়েছিল ‘সূর্যাস্ত’। কয়েক মাস বেশ রমরমিয়ে হাট চললেও প্রশাসনের পরিকল্পনা ও সহযোগিতার অভাবে বর্তমানে বন্ধ মেদিনীপুর শহর লাগোয়া রাঙামাটির ‘সূর্যাস্তের হাট’। সৌন্দর্যয়নের জন্য যে সমস্ত কাজ করা হয়েছিল, সেসবও নষ্ট হয়ে গিয়েছে। 
মেদিনীপুর শহরের এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। সামনে দিয়েই বয়ে গিয়েছে কংসাবতী নদী। সন্ধ্যার পরিবেশ বেশ মনোরম। তাই বিকেলের পর থেকেই মানুষের ভিড় জমতে শুরু করে এই জায়গাটিতে। সেই কারণেই ২০১৯ সালে এই জায়গাটির সৌন্দর্যায়নের পরিকল্পনা গ্রহণ করে প্রশাসন। তাছাড়া, মেদিনীপুর শহরে হস্তশিল্পের কোনও হাট ছিল না। ফলে সৌন্দর্যায়নের পাশাপাশি সপ্তাহে একদিন শনিবার হাট বসানোরও সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন। হাটে লোকসংস্কৃতির অনুষ্ঠানও হবে বলে ঠিক হয়। 
ওই বছরের ডিসেম্বরে হাটের উদ্বোধন করেন তত্কালীন জেলাশাসক রশ্মি কমল। হাটে মানুষের আনাগোনাও বাড়তে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদেরও ব্যবসাও চলতে থাকে। বেশ ভালোই চলছিল। কিন্তু কিছু মাস যেতে না যেতেই করোনা মহামারী চলে আসে। হাটও বন্ধ হয়ে যায়। যদিও করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও হাট আর শুরু হয়নি।
 তবে সূর্যাস্ত দেখতে আজও ওই জায়গায় ভিড় জমান মানুষ। কয়েকজন হকার ফুচকা, চা, পাঁপড় নিয়ে বসেন। বিক্রিবাটা হয় মোটামুটি। তবে, তাঁরাও চাইছেন জায়গাটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিক প্রশাসন। রাতে আলো, পানীয় জলের ব্যবস্থা করুক। 
দীর্ঘ বছর ধরে ওই এলাকার ফুচকা বিক্রি করে আসছেন শম্ভু সাউ। তিনি বলেন, মাঝখানে মানুষের আনাগোনা একেবারেই কমে গিয়েছিল। কিন্তু এখন ভিড় বেড়েছে। আরেক ব্যবসায়ী বলেন, প্রশাসন যদি আবার উদ্যোগ নিয়ে এই জায়গাটির সৌন্দর্যায়ন করেন, হাট চালু করেন, তাহলে খুবই ভালো হয়। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, কংসাবতীর পারে গান্ধী ঘাটকে আমরা ঢেলে সাজিয়েছি। রাঙামাটির ওই এলাকাটির পরিবেশ সত্যিই মোহময়। কীভাবে সাজানো যায়, তার জন্য প্রশাসনিক স্তরে আলোচনা করা হবে।  বেহাল অবস্থা মেদিনীপুরের সূর্যাস্তের হাট।-নিজস্ব চিত্র
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য সমস্যায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৬ টাকা৮৭.৬০ টাকা
পাউন্ড১০৭.৩১ টাকা১১১.০৭ টাকা
ইউরো৮৯.৩৪ টাকা৯২.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা