দক্ষিণবঙ্গ

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাজারে অভিযান পুলিসের

নিজস্ব প্রতিনিধি, রানঘাট: জেলা প্রশাসনের নির্দেশমতো রানাঘাট শহর ও শহর সংলগ্ন এলাকার বাজারগুলোতে দ্রব্যমূল্য ঠিকঠাক রয়েছে কিনা, তা জানতে এদিন পুলিসের তরফে বিশেষ অভিযান চালানো হয়। রানাঘাট রেলবাজার, নোকারি বাজার সহ বেশ কয়েকটি বাজারে ঢুকে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে দরদাম নিয়ে কথা বলেন রানাঘাট পুলিস জেলার কর্তারা। প্রশাসনিক অভিযান সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী আলুর দাম বাড়িয়ে চলেছে বলে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতাদের একাংশ। 
শুক্রবার সকালে প্রথমে রানাঘাট স্টেশন সংলগ্ন বাজারে অভিযানে যান রানাঘাট পুলিস জেলার এএসপি লাল্টু হালদার, এসডিপিও শৈলজা দাসসহ রানাঘাট থানার অন্যান্য আধিকারিকেরা। বিশেষ এই অভিযানে তাঁদের সঙ্গে ছিলেন রানাঘাট-২ বিডিও শুভজিৎ জানা। 
রেলবাজারের পর রথতলা কলোনি বাজার, নোকারি বাজারের মতো রানাঘাটের বড় সবজির মার্কেটগুলোতেও অভিযান চালানো হয়। মূলত আনাজের দাম ঠিকঠাক রয়েছে কিনা, তা জানতে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলেন প্রশাসনিক কর্তারা। কোনও হোলসেল বিক্রেতা যদি অসাধুভাবে দাম বাড়িয়ে থাকে, তাহলে তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয় প্রশাসনের তরফে। রানাঘাট সংযুক্ত রেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পিন্টু সরকার বলেন, সরকারের নির্দেশ মতো ন্যায্য নামেই আমাদের বাজারের ব্যবসায়ীরা ক্রেতাদের কাছে আনাজ বিক্রি করেন। চাহিদা অনুযায়ী জোগান না হলে মাঝেমধ্যে দাম বেড়ে যায়। 
তবুও মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে দাম নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। এদিন বাজারে আসা ক্রেতাদের অনেকেই বলেন, পেঁয়াজ ও টমেটোর দামে মাঝেমধ্যে বেশ কিছু বাজারে কয়েক টাকা হেরফের হচ্ছে। তাছাড়া চন্দ্রমুখী ও জ্যোতি, দুই ধরনের আলুর দামই অনেকটা বেড়েছে। এই ধরনের প্রশাসনিক অভিযান মাঝেমধ্যে হলে খুবই ভালো হয়।  প্রতীকী চিত্র
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা