বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

পড়ে থাকা জমি সবুজায়নের জন্য শিল্প সংস্থাগুলিকে দেবে এইচডিএ

সংবাদদাতা, হলদিয়া: দূষণ ও দখল রুখতে হলদিয়াজুড়ে পড়ে থাকা জমি শিল্প সংস্থাগুলিকে সবুজায়নের জন্য দিচ্ছে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ (এইচডিএ)। এই প্রকল্পের নতুন নামকরণ করা হয়েছে ‘কার্বন শোষণ এবং অক্সিজেন উৎপাদন জোন’। বৃহস্পতিবার হলদিয়া এনার্জির উদ্যোগে তৈরি এ ধরনের একটি ‹জোন›-এর সূচনা করেন এইচডিএর চেয়ারম্যান জ্যোতির্ময় কর। তিনি বলেন, হলদিয়া এনার্জি পাইলট প্রকল্প হিসেবে এটি শুরু করেছে। ওই শিল্প সংস্থার আশপাশে এইচডিএর যে সমস্ত অধিগ্রহণ করা জমি পড়ে রয়েছে, শর্ত সাপেক্ষে তাদের হাতে গাছ লাগানোর জন্য তুলে দেওয়া হবে। অন্য শিল্প সংস্থাকেও এইচডিএ গাছ লাগিয়ে ‘অক্সিজেন জেনারেশন জোন’ গড়ার আবেদন জানাচ্ছে। ইতিমধ্যেই কেউ কেউ আগ্রহ প্রকাশ করেছে। শালুকখালি, ভু্ঁইয়ারায়চকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আশপাশে আরও এ ধরনের জোন গড়ে উঠবে। হলদিয়া এনার্জির মাত্র ২২ ডেসিমল জমিতে ৬০০ বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। এদিন অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে হলদিয়া এনার্জির তিনটি প্রকল্পের সূচনা হয়েছে। বন্দর শহরে দূষণ ঠেকাতে এবার স্কুল পড়ুয়া ও শিক্ষকদের নিয়ে ‹সবুজ বাহিনী› গড়ছে বিদ্যুৎ উৎপাদন সংস্থা হলদিয়া এনার্জি। ওই প্রকল্পেরও সূচনা করেন এইচডিএর চেয়ারম্যান। এছাড়া কচুরিপানা থেকে কম্পোজড সার তৈরির প্রকল্পেরও সূচনা হয়েছে। উপস্থিত ছিলেন এইচডিএর চিফ এগজিকিউটিভ অফিসার কোন্থাম সুধীর, হলদিয়া এনার্জির ভাইস প্রেসিডেন্ট কাম প্ল্যান্ট হেড সোমনাথ দত্ত, জেনারেল ম্যানেজার সুশোভন পাত্র প্রমুখ। হলদিয়া এনার্জি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির তহবিল থেকে আগামী এক বছর ধরে সবুজ বাহিনীর কাজ চলবে। 
সিএসআর ম্যানেজার সত্যজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, হলদিয়া পুরসভা ও সুতাহাটার ১০টি স্কুলে সবুজ বাহিনী গড়ে তোলা হচ্ছে। প্রতিটি স্কুলে ৩০ জন করে নিয়ে টিম তৈরি হবে। এটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হচ্ছে। কাঁথির কাজলা জনকল্যাণ সংস্থাকে এবিষয়ে প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি স্কুলকে ২০০টি করে ফলের চারা দেওয়া হয়েছে এদিন। গাছ লাগানো ছাড়াও জৈব সার তৈরি, বাস্ততন্ত্র রক্ষা করার স্বাভাবিক পদ্ধতি, সাপে কামড়ানো রোগীকে রক্ষা বা ডুবন্ত মানুষকে রক্ষা করার মতো লাইফ সেভিং টেকনিক শেখানো হবে সবুজ বাহিনীর সদস্যদের। এদিন এইচডিএর উদ্যোগে হলদিয়ায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান হয়। দুর্গাচক সুপার মার্কেটে নর্দমায় মশার লার্ভা নিধনে গাপ্পি মাছ ছাড়া হয়। এছাড়া সুভাষ সরোবরে মাছও ছাড়া হয়েছে এইচডিএর উদ্যোগে।
নিজস্ব চিত্র
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা