বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

আরামবাগে রাস্তা বেহাল, উপপ্রধান ও প্রধানের স্বামীকে কাদায় হাঁটালেন ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বর্ষায় বেহাল রাস্তা। সেই রাস্তার কাদাজল পেরিয়ে বাসিন্দারা যাতায়াত করছেন। পঞ্চায়েতকে বলে কোনও কাজ হয়নি। বৃহস্পতিবার আরামবাগের মলয়পুর-২ পঞ্চায়েতের বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। পঞ্চায়েত প্রধানের স্বামী ও উপপ্রধানকে গ্ৰামে নিয়ে এসে কাদা জলের রাস্তা দিয়ে হাঁটানো হয়। পঞ্চায়েতের তরফে অবশ্য দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে।
মলয়পুর-২ পঞ্চায়েতের বনমালীপুর গ্ৰামে উপ স্বাস্থ্যকেন্দ্র মোড়ের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষা আসতেই রাস্তাটি কাদাজলে ভরে গিয়েছে। বহুদিন আগে ফেলা মোরাম জলে ধুয়ে রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, বেহাল রাস্তা পেরিয়ে গ্ৰামের বাসিন্দাদের যাতায়াত করতে হচ্ছে। স্কুলের ছেলেমেয়ে থেকে বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। বৃহস্পতিবার গ্ৰামের বাসিন্দারা দলবেঁধে পঞ্চায়েত অফিসে যান। বিক্ষোভকারীদের মধ্যে মহিলারা সংখ্যায় বেশি ছিলেন। পঞ্চায়েত উপপ্রধান ও প্রধানের স্বামীকে গ্ৰামে নিয়ে এসে রাস্তার কাদাজলের মধ্যে দিয়ে হাঁটানো হয়। 
স্থানীয় বাসিন্দা মালা মুখোপাধ্যায় বলেন, গ্ৰামের নন্দীবাড়ি থেকে উপ স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত মোরামের রাস্তা দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে না। কাদাজল পেরিয়ে আমাদের নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে। পঞ্চায়েত অফিসে গিয়ে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছি। উপপ্রধান ও প্রধানের স্বামীকে গ্ৰামে নিয়ে এসে দেখাই, কেমন রাস্তা দিয়ে আমাদের  যাতায়াত করতে হচ্ছে। উপপ্রধান ইট, বালি ফেলে সাময়িক চলাচলের ব্যাবস্থা করে দেবেন বলেছেন। অপর বাসিন্দা আলোকলতা খাঁড়া বলেন, রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত অফিসের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছিলাম। উপপ্রধান অফিস থেকে বেরিয়ে বিক্ষোভ দেখানোর কারণ জানতে চান। তাঁকে গ্ৰামের বেহাল রাস্তা দেখতে আসার জন্য বলা হয়। পঞ্চায়েত প্রধানের স্বামীও ছিলেন। এখানে এসে ওঁরা স্বীকার করেছেন, কষ্ট করেই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে। কেশব খাঁড়া বলেন, এই রাস্তা দিয়ে গ্ৰামে গাড়ি ঢুকছে না। কাদাজলের উপর দিয়ে অসুস্থ ব্যক্তিদের নিয়ে যেতে হচ্ছে। রাস্তাটি চলাচলের যোগ্য না করা হলে এবার পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে। 
পঞ্চায়েত উপপ্রধান শেখ আক্রম বলেন, গ্ৰামবাসীদের দাবি মেনে বনমালীপুর গ্ৰামে গিয়েছিলাম। কাদাজল ভর্তি রাস্তাটি দেখেছি। ইট-বালি ফেলে সাময়িক চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে। পঞ্চায়েত প্রধানের স্বামী শেখ আব্দুল শালেখ বলেন, গ্ৰামবাসীদের ক্ষোভ অন্যায্য নয়। রাস্তাটি যাতে দ্রুত সংস্কার করা যায়, তার চেষ্টা চলছে। পঞ্চায়েত প্রধান আরেফা বেগম শেখ বলেন, পঞ্চায়েতের তহবিল সীমিত। সেই কারণেই এলাকার অনেক জায়গায় প্রয়োজন থাকলেও রাস্তা সংস্কার করা যায়নি। তবে বনমালীপুর গ্ৰামের রাস্তাটির টেন্ডার ডাকা হয়ে গিয়েছে। খুব দ্রুত ঢালাইয়ের কাজ শুরু হবে। জেলার সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, রাস্তাটি যাতে দ্রুত সংস্কার করা যায় তার উদ্যোগ নেওয়া হচ্ছে। আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন, পঞ্চায়েতের দায়িত্বে যাঁরা আছেন, তাঁরা এলাকার খোঁজখবর না রাখলে মানুষ এইভাবেই বিক্ষোভ দেখাবেন।
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারওর চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততার যোগ। কর্মক্ষেত্রে কাজের চাপ কাটিয়ে উঠতে সমর্থ হবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা