বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

বাজারে এনফোর্সমেন্ট দাম কমল সব্জির

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বর্ধমানের বাজারগুলিতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযানে নামতেই সব্জির দাম কমতে শুরু করেছে। বুধবার সকালে তেঁতুলতলা বাজারে তাঁরা প্রথমে যান। পরে স্টেশন বাজারে গিয়েও তাঁরা খোঁজ নেন। এছাড়া কাঁকসাতেও প্রশাসনিক আধিকারিকরা বাজার ঘুরে দেখেন। এদিন বিক্রেতারা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের জানায়, পাইকারি বাজারে বেগুন ৪০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দু’দিন আগেও বেগুনের পাইকারি বাজারে দাম ৪৫-৫০টাকা ছিল। উচ্ছে পাইকারি বাজারে ৫০, শসা ৩০টাকা কেজি দরে পাইকারি বাজারে বিক্রি হয়েছে। পেঁপে কয়েকদিন আগেও ৪০টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এদিন তা ৩০টাকায় বিক্রি হয়েছে। ক্যাপসিকাম ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পটলের দামও অনেক কম ছিল। বিক্রেতারা বলেন, পাইকারি বাজারে দাম কমলে খুচরো বাজারে প্রভাব পড়বে। ক্রেতারা কম দামে সব্জি কিনতে পারবেন। পূর্ব বর্ধমানের পুলিস সুপার আমনদীপ বলেন, প্রতিদিনই অভিযান চলবে। কোনও সব্জির দাম বিক্রেতারা ইচ্ছেমতো বাড়াতে পারবেন না।
এদিন দুপুরে তেঁতুলতলা বাজারে দাঁড়িয়ে সব্জির ক্রেতা নিরঞ্জন সোনকার বলেন, কয়েকদিন ধরে বিক্রেতারা নিজের ইচ্ছেমতো সব্জির দাম বাড়াচ্ছিল। ৫০০টাকা নিয়ে বাজারে আসার পরও ব্যাগভর্তি হচ্ছিল না। এদিন বেগুন, উচ্ছে, শাক অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম দামে পাওয়া গিয়েছে। লাগাতার অভিযান চালানো হলে সব্জির দাম নিয়ন্ত্রণে থাকবে। এদিন আধিকারিকরা ময়দানে নামতেই দাম কমে গেল। দাম বাড়ানোর পিছনে নিশ্চয়ই সিন্ডিকেট কাজ করছে। সেটা বোঝা যাচ্ছে। 
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, আমরাও বাজারগুলিতে যাব। প্রতিটি বাজারে সব্জির দামে অনেক ফারাক থাকে। বাজারগুলির মধ্যে খুব বেশি দূরত্ব নেই। তারপরও দামের এতটা ফারাক থাকে কেন তা বোঝা যায় না। ক্রেতারা বলেন, আলু, রসুন এবং আদার দাম আকাশছোঁয়া। সেগুলিরও দামও কমানো উচিত। এদিন আধিকারিকরা ময়দানে নামার পর দামে খুব বেশি হেরফের হয়নি। এক আধিকারিক বলেন, মাংস এবং ফলের দোকানগুলিতেও অভিযান চালানো হবে। বাজারগুলিতে বিভিন্ন দামে মুরগির মাংস বিক্রি হয়। এর পিছনে কী কারণ রয়েছে তা জানা হবে। ডিমের দামও বেড়ে গিয়েছে। স্টেশনবাজারের এক বিক্রেতা বলেন, সব্জি নষ্ট হয়ে যাওয়ার কারণে দাম বেড়েছে। কিন্তু মুদির দোকানের সমস্ত জিনিসের দাম কেন বেড়ে গেল তা কেউ খোঁজ রাখে না। শুধু বাজার নয়, দোকানগুলিতেও আধিকারিকদের অভিযান চালানো উচিত। সর্ষের তেল, ডাল বা চালের দাম এত বেশি কেন সেটাও খোঁজ নেওয়া দরকার। তা না হলে মধ্যবিত্তরা রেহাই পাবে না।  বর্ধমানের সব্জি বাজারে ডিইবি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের।
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে বাধা থাকবে। বিকেল থেকে বিদ্যা অনুশীলনে শুভ ফললাভ। নতুন কোনও যোগাযোগ থেকে উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৬.৭৭ টাকা১১০.৫১ টাকা
ইউরো৮৮.৬৮ টাকা৯২.০৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা