দক্ষিণবঙ্গ

জয়পুরে নাবালিকা অপহরণের ঘটনায় ধৃত মূল অভিযুক্তের ভাই

সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়পুরের জগন্নাথপুর এলাকায় অপহৃত এক নাবালিকার সন্ধান না পাওয়ায় অভিযুক্তের ভাইকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম সহদেব প্রতিহার। বাড়ি জগন্নাথপুর গ্রামে। পুলিস জানিয়েছে, অভিযুক্ত নাবালিকাকে নিয়ে ভিন রাজ্যে পালিয়েছে। ঘটনায় এক গাড়ি চালক ও অভিযুক্তের পরিবারের লোকজন জড়িত রয়েছে। ইতিমধ্যে ওই গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে মূল অভিযুক্তের ভাইকে গ্রেপ্তার করা হয়। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ৯মার্চ জয়পুরের জগন্নাথপুর এলাকার এক নাবালিকা মাগুরায় টিউশনি পড়তে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যার পরেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছে খোঁজ করেন। পরে তাঁরা জানতে পারেন, জগন্নাথপুর গ্রামের জয়দেব প্রতিহার তাকে অপহরণ করে গাড়িতে করে নিয়ে গিয়ে গড়বেতায় একটি বাড়িতে লুকিয়ে রেখেছে। সেই খবর পেয়ে নাবালিকার পরিবারের লোকজন গড়বেতায় পৌঁছন। কিন্তু, তার আগেই অভিযুক্ত নাবালিকাকে নিয়ে অন্যত্র পালিয়ে যায়। 
সেখান থেকে ফিরে নাবালিকার বাবা জয়পুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নামলেও পুলিস মূল অভিযুক্তের নাগাল পায়নি। যে গাড়িতে করে অপহরণ করা হয়েছিল, প্রথমে ওই চালককে গ্রেপ্তার করা হয়। পালাতে সহযোগিতা করার জন্য এদিন সহদেবকে গ্রেপ্তার করা হয়।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা