দক্ষিণবঙ্গ

শান্তিতে ভোট দিতে পেরে খুশি রঘুনাথপুরের বাসিন্দারা

সংবাদদাতা, রঘুনাথপুর: গত লোকসভা নির্বাচনের আতঙ্কের পরিবেশ উধাও। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি রঘুনাথপুর মহকুমা এলাকার বাসিন্দারা। কত বছর আগে এমন শান্তিপূর্ণ ভোট হয়েছে, তা মনে করছে পারছেন না এলাকার বাসিন্দারা। অভিযোগ, ২০১৯লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি আতঙ্কের পরিবেশ ছিল রঘুনাথপুর মহকুমা এলাকায়। 
শনিবার ষষ্ঠ দফার নির্বাচনে রঘুনাথপুর মহকুমার কাশীপুর, পাড়া ও রঘুনাথপুর তিন বিধানসভা এলাকার মানুষ সকাল থেকে উৎসবের মেজাজে ভোট দেন। ভোট কেন্দ্রগুলিতে অশান্তি রুখতে বিভিন্ন বুথে রাজ্য পুলিস সহ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। কয়েকটি বুথে ইভিএম খারাপ ও পানীয় জলের সমস্যা থাকলেও পরে মিটে যায়। এদিন পুরুলিয়া লোকসভার কাশীপুর ও পাড়া বিধানসভা এবং বাঁকুড়া লোকসভার রঘুনাথপুর বিধানসভার প্রতিটি বুথে নির্বিঘ্নে ভোট হয়েছে। কোথাও ভোটারদের প্রভাবিত করা বা রাজনৈতিক ঝামেলার মতো কোনও অভিযোগ উঠেনি। বরং একাধিক জায়গায় গিয়ে দেখা গিয়েছে, শাসক-বিরোধী উভয় দলের কর্মীরা একসঙ্গে বসে খাবার খাচ্ছেন। 
জানা গিয়েছে, ২০১৮সালের পঞ্চায়েত নির্বাচনে রঘুনাথপুর মহকুমা এলাকায় বিজেপি ভালো ফলাফল করেছিল। কয়েকটি পঞ্চায়েত এলাকায় তৃণমূল শূন্য হয়ে গিয়েছিল। অভিযোগ উঠেছিল, তৃণমূল সন্ত্রাস করে বিজেপি সদস্যদের তাদের দলে যোগদান করিয়ে বোর্ড গঠন করেছিল। তারপরই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যায়। কিন্তু তখনও বেশ কয়েকটি পঞ্চায়েতের বোর্ড গঠন ঝুলে ছিল। ফলে লোকসভা নির্বাচনকে ঘিরে আতঙ্কের পরিবেশ ছিল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশনের আধিকারিকদের আশ্বাসে এবং কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তায় ভোটাররা আশ্বস্ত হয়েছিলেন। 
তবে এদিন সকাল থেকে বুথে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। আসানসোলের একটি স্কুলে কর্মরত সাঁতুড়ির শিক্ষক শান্তকুমার সরেন বলেন, গত লোকসভা নির্বাচনে চোখের সামনে সন্ত্রাস দেখেছিলাম। সেইসময় জীবন বাজি রেখে ভোটের ডিউটিতে গিয়েছিলাম। তবে এদিন নির্বিঘ্নে ভোট দিলাম। রঘুনাথপুর শহরের স্বর্ণ ব্যবসায়ী শান্তনু দত্ত বলেন, সকালেই স্ত্রীকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে লাইন দিয়েছিলাম। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি। এবার দেখে মনে হয়নি কোনও নির্বাচন হচ্ছে। এমন নির্বাচন বোধ হয় এর আগে কখনও হয়েছে বলে মনে পড়ছে না। 
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা