দক্ষিণবঙ্গ

বিষ্ণুপুর, সোনামুখীতে শান্তির ভোটে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ঝোড়ো হাওয়া

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর ও সোনামুখীতে ভোটের লাইনে দাঁড়ানো মহিলাদের মধ্যে দেখা গেল ব্যাপক উচ্ছ্বাস। ‘লক্ষ্মীদের’ সেই উচ্ছ্বাস দেখে স্বস্তির বার্তা পেয়েছে শাসক শিবির। নেতা ও কর্মীদের মুখের হাসি চওড়া হাসি হয়েছে। তাঁদের ধারণা, লক্ষ্মীর ভাণ্ডারই মিরাকল ঘটাবে। বিষয়টি নিয়ে চর্চায় রাজনৈতিক মহলও। বিষ্ণুপুরের বেলশুলিয়া থেকে শুরু করে গোঁসাইবাড়ি। সোনামুখীর পাথরমোড়া থেকে শুরু করে কোচডিহি। সর্বত্র বুথে বুথে মহিলাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গরমের কারণে অধিকাংশ মহিলা সকাল সকাল বুথের লাইনে গিয়ে দাঁড়ান। দূরবর্তী গ্রামের ভোটারদের দল বেঁধে মোটর ভ্যানে চেপে বুথে যাওয়ার পথে আনন্দে মশগুল হতে দেখা যায়। সব মিলিয়ে মহিলাদের উচ্ছ্বাস তৃণমূল শিবিরকে উজ্জীবিত করেছে। অন্যদিকে ভোটের আগে গেরুয়া শিবিরকে রাজনৈতিক মহলের একটা অংশ এগিয়ে রেখেছিলেন। এদিনের ভোটে লক্ষ্মীর ভাণ্ডারের ঝোড়ো হাওয়া দেখে তাঁরাই পাল্টি খেতে শুরু করেছেন। 
এদিন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ও বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ দু’জনেই  বিষ্ণুপুরের ষাঁড়েশ্বর মন্দিরে পৃথক সময়ে পুজো দেন। পরে সুজাতা বিভিন্ন বিধানসভা ক্ষেত্র এলাকায় বুথ পরিদর্শন করেন। অন্যদিকে সৌমিত্র পুজো দেওয়ার পর দু’একটি বুথ এলাকায় গেলেও দিনভর ফোনে দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন। ভোটের গতিপ্রকৃতি জানার চেষ্টা করেন। অন্যদিকে বামফ্রন্টের প্রার্থী শীতল কৈবর্ত এদিন তাঁর নিজের এলাকা কোতুলপুরের বেশ কিছু বুথ পরিদর্শন করেন। ফোনে নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। তবে দু’একটি জায়গায় এজেন্টদের বসতে বাধা দেওয়া ছাড়া কোনও দলই অশান্তির অভিযোগ তোলেনি। 
বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, বিষ্ণুপুরে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কয়েকটি বুথে সকালে ইভিএম বিকল হয়েছিল। তা বদলে দেওয়া হয়েছে। কোতুলপুরে একজন ভোটকর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁর জায়গায় তৎক্ষণাৎ কর্মী দেওয়া হয়। 
সুজাতা বলেন, বিষ্ণুপুর লোকসভা এলাকার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে আপ্লুত। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে আমাকে বেছে নিয়ে জোড়াফুলে ভোট দিয়েছেন। 
সৌমিত্র বলেন, বিষ্ণুপুরের সচেতন মানুষ মজবুত দেশ গড়তে মোদিজির উপর ভরসা রেখেছেন। শীতল বলেন, তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয় দলের প্রতি যে সাধারণ মানুষ বিরক্ত, তা এদিনের ভোটে স্পষ্ট বোঝা গিয়েছে। 
এদিন বিষ্ণুপুরের দ্বারিকায় ৫৭ নম্বর বুথে তৃণমূল ও সিপিএমের পোলিং এজেন্ট বসলেও বিজেপি কোনও এজেন্ট দিতে পারেনি। সোনামুখীর জঙ্গলমহল বলে পরিচিত কল্যাণপুর ১ নম্বর প্রাথমিক বিদ্যালয়, পাথরা জুনিয়ার বেসিক স্কুল, ভুলা প্রাথমিক বিদ্যালয়, কোচডিহি নিম্ন বুনিয়াদি বিদ্যালয় প্রভৃতি এলাকায় চষে বেড়াচ্ছিলেন এলাকার জেলা পরিষদের সদস্যা মমতা মণি বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোচডিহি এবং মানিকবাজার গ্রামপঞ্চায়েত এলাকার মানুষ ২০২৩ পঞ্চায়েত ভোটে বিজেপিকে ভোট দিয়েছিলেন। কিন্তু তারপরেও আমরা ওই এলাকায় উন্নয়ন করেছি।  উন্নয়নের নিরিখে মানুষ এবারের ভোট দিয়েছেন।  যদিও সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি বলেন, সোনামুখীর মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এদিন ভোট দিয়েছেন।  রাজনৈতিক মহলের একাংশ এদিন বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের চোরা স্রোতের জোর কয়েকদিন আগে পর্যন্ত বোঝা যাচ্ছিল না। এদিন তার তেজ টের পাওয়া গিয়েছে। তাই বিষ্ণুপুর লোকসভা এলাকায় মিরাকেল হলে আশ্চর্য হবো না।  সোনামুখীর বুথে ভোটের লাইন। 
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা