দক্ষিণবঙ্গ

গোষ্ঠীদ্বন্দ্বে বেসামাল বিজেপি, কাটোয়ায় প্রার্থীর প্রচার বাতিল

সংবাদদাতা, কাটোয়া: লোকসভা ভোটের মুখে কাটোয়ায় গোষ্ঠীদ্বন্দ্বে বেসামাল বিজেপি। রবিবার কাটোয়ার আউরিয়া গ্রামে বিজেপি প্রার্থী কবিয়াল অসীম সরকারের প্রচার বাতিল করল দলের জেলা নেতৃত্ব। দলীর কর্মীদের মধ্যে দ্বন্দ্বের কারণেই প্রার্থীকে নিয়ে প্রচার করানো যায়নি। ক্ষোভে জেলা ও মণ্ডল মিলে মোট আটটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন এক বিজেপি নেতা। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। 
বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন কাটোয়ার আউরিয়া গ্রামে কবিগানের মাধ্যমে প্রচার করার কথা ছিল বর্ধমান পূর্বের প্রার্থী অসীমবাবুর। সেইমতো প্রশাসনের কাছে অনুমতিও নেওয়া হয়েছিল। কিন্তু আউরিয়া গ্রামে প্রচারের অনুষ্ঠানে আপত্তি জানান বিজেপি নেতা সূর্যদেব ঘোষ। তিনি চেয়েছিলেন তাঁর গ্রাম কোয়ারায় প্রচার করতে। এমনকী ওই এলাকার মণ্ডল সভাপতি আরেকটি জায়গায় প্রচার চেয়েছিলেন। দলীয় নেতা-কর্মীদের এমন অবস্থা দেখে দলের জেলা নেতৃত্ব ওই এলাকায় প্রার্থীর প্রচার বাতিল করে। তাতেই ক্ষোভের আগুনে ঘি পড়ে। এদিন দলের আটটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান দলের নেতা সূর্যদেব ঘোষ। তিনি বলেন, আগে থেকে আমাদের সঙ্গে আলোচনা না করেই আউরিয়া গ্রামে প্রার্থীর প্রচারের জন্য প্রশাসনের অনুমতি চাওয়া হয়। অথচ আগে থেকেই কুয়ারা গ্রামে প্রচার হবে বলে ঠিক হয়েছিল। জেলার নির্দেশ পেয়েই আমরা কুয়ারা গ্রামে প্রচারের জন্য এলাকায় টোটোয় মাইক বেঁধে ঘোষণা করি। কিন্তু পরে জানতে পারি কুয়ারা গ্রামে প্রচারের জন্য কমিশনের কাছে অনুমতিই নেওয়া হয়নি। তার বদলে আউরিয়া গ্রামে অনুমতি নেওয়া হয়েছে। তাই প্রার্থী যাতে আইনি জটিলতায় না পড়েন তারজন্য আমরা প্রচার বাতিল করেছি। বিধানসভার কো-কনভেনার প্রভাব খাটিয়ে আমাদের সঙ্গে সমন্বয় না রেখেই এমন কাজ করেছেন। আউরিয়া গ্রামের বাসিন্দা বিজেপির কাটোয়া বিধানসভার কো-কনভেনর আশিস চক্রবর্তী বলেন, আমরা আউরিয়া গ্রামে প্রচারের অনুমতি নিয়েছি। কিন্তু সূর্যদেব আমাদের কারও সঙ্গে আলোচনা না করেই কুয়ারা গ্রামে প্রার্থী প্রচারে যাবেন বলে এলাকায় প্রচার করেছেন। তা নিয়ে আমাদের কর্মীদের মধ্যেই ক্ষোভ শুরু হয়ে যায়। তাই প্রার্থীর প্রচার বাতিল রাখতে হয়েছে। এলাকার ৪ নম্বর মণ্ডল সভাপতি মানব ঘোষ বলেন, নিয়ম অনুযায়ী দলের পক্ষ থেকে আমারই কমিশনের কাছে অনুমতি চাওয়ার কথা। আমি চেয়েছিলাম মেঝিয়ারিতে প্রচার হোক। কিন্তু কুয়ারা ও আউরিয়া গ্রামে প্রচারের দাবি জানান নেতারা। এনিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য হয়। তাই আর এদিন প্রার্থীকে প্রচারে ওই গ্রামে নিয়ে যাওয়া যায়নি। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শেষে অসীম সরকারের কবিগানের মাধ্যমে প্রচার বন্ধ হল। প্রার্থী বলেন, একটা স্পটে প্রশাসনের অনুমতি ছিল। আর অন্য স্পটে কীভাবে প্রচারে যাব? এসব করলে কেস হবে। তাই আর যাওয়া যায়নি। বিজেপির কাটোয়া  সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, ওই গ্রামে আগেও প্রচার হয়েছে। কিন্তু অন্য গ্রামে অনুমতি ছিল। এসব নিয়ে একটু গণ্ডগোল হওয়ায় প্রচার বাতিল করা হয়েছে। শাসকদল তৃণমূলের কটাক্ষ, ওদের সঙ্গে লোক নেই। তাই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। 
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক প্রচেষ্টায় সাফল্য ও উন্নতির যোগ। আর্থিক উন্নতি হবে। দৈবকর্মে সক্রিয়তা বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা