দক্ষিণবঙ্গ

হোটেলে এনআইএ-র তল্লাশি ঘিরে প্রশ্ন, জঙ্গিরা কি পুরুলিয়ায় ছিল! 

সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়া শহরে কি গা ঢাকা দিয়েছিল জঙ্গিরা? সম্প্রতি পুরুলিয়া শহরের বিভিন্ন হোটেলে কয়েকজনের খোঁজে তল্লাশি চালিয়েছিল এনআইএ-র টিম। বিভিন্ন হোটেলের রেজিস্টারও তারা খতিয়ে দেখে। তার জেরেই অনেকের অনুমান, জঙ্গিদের খোঁজেই ওইদিন তল্লাশি চালিয়ে ছিল। রেজিস্টারের তালিকায় সুনির্দিষ্ট কয়েকজনের নাম না থাকায় হোটেল মালিকদের জিজ্ঞাসাবাদ করেই ফিরে গিয়েছিলেন এনআইএর আধিকারিকরা। তবে জঙ্গি নাকি কোনও দুষ্কৃতীর খোঁজে ঩কেন্দ্রীয় এজেন্সির টিম পুরুলিয়া শহরের বিভিন্ন হোটেলে হানা দিয়েছিল, তা পুলিস প্রশাসনের কাছে স্পষ্ট নয়। বিভিন্ন হোটেল সূত্রে জানা গিয়েছে, গত ৬ এপ্রিল পুরুলিয়া শহরের একাধিক হোটেলে এনআইএর টিম হানা দেয়। হোটেলের রেজিস্টার খতিয়ে দেখেন অফিসাররা। 
দীঘায় দু’জন জঙ্গি গ্রেপ্তারের পর ফের বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় পুরুলিয়ায়। পুরুলিয়া শহরের এক হোটেল মালিক অমল মুখোপাধ্যায় বলেন, মোবাইলে একাধিক জনের ছবি তাঁরা দেখিয়েছিলেন। রেজিস্টারও দেখেন। তারপর মোবাইলে দেখানো ছবির লোকজন হোটেলে ছিল কি না জিজ্ঞাসা করেন। তারপরই চলে যান। বাসস্ট্যান্ড সংলগ্ন আর এক হোটেলের মালিক বলেন, এনআ‌ইএ হিসেবে পরিচয় দিয়েছিল। আমরা তো আর আইকার্ড দেখিনি। গত মাসের ১৫ থেকে ১৮ তারিখ পর্যন্ত রেজিস্টার খতিয়ে দেখে। সিসিটিভি দেখেনি। তিন থেকে চার মিনিট ছিল। তারপর চলে যায়। তবে যে নামগুলি খুঁজছিল তা তারা পায়নি। পুরুলিয়া হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক সুপ্রিয় দত্ত বলেন, এবিষয়ে সংগঠনের কাছে কিছু খবর নেই।
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা