দক্ষিণবঙ্গ

আলুওয়ালিয়াকে তোপ কীর্তি আজাদের

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কাজ না করার জন্যই বিজেপির সাংসদ আলুওয়ালিয়া বর্ধমান থেকে আসানসোলে পালিয়ে গিয়েছেন। এখানকার মানুষ ওঁকে পাঁচ বছর দেখতেই পাননি। শনিবার বর্ধমানের টাউনহলের মাঠে সভা থেকে এভাবেই তোপ দাগলেন বিজেপি প্রার্থী কীর্তি আজাদ। সভায় দলের নেতা খোকন দাস, আজিজুল হক, তন্ময় সিংহরায় সহ অন্যান্য নেতারা ছিলেন। 
এদিন টাউনহলের মাঠে টোটো চালকদের নিয়ে তৃণমূলের সভা ছিল। তার আগে শহরে মহিলা তৃণমূলের মিছিলে দলের প্রার্থী অংশগ্রহণ করেন। তিনি বলেন, এখানকার সাংসদের নামে নিখোঁজ পোস্টার পরেছিল। তাঁকে দেখা যায়নি। এখন মেদিনীপুর থেকে একজনকে পাঠানো হয়েছে। তাঁকে প্যাক করে পাঠিয়ে দেব। 
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, উনি কী বলছেন, কী করছেন নিজেই জানেন না। কখনও ঘোড়ায় চড়ছেন, কখনও ল্যাংচা ভাজছেন। ওসবই করুক। বর্ধমানের মানুষ ওঁকে ভোটে বুঝিয়ে দেবে।
তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন, বিজেপি বলছে অযোধ্যায় রামমন্দির করেছে। তাতে কী লাভ হয়েছে? বর্ধমানে কিছু হলে এখানকার মানুষের লাভ হতো। আমরা কঙ্কালীতলা সংস্কার করেছি। ওখানে প্রতিদিনই মানুষ আসছে। টোটোয় চড়ে মানুষ সেখানে যাচ্ছে। তাতে টোটোচালকদের আয় বেড়েছে। এখানকার মানুষের লাভ হচ্ছে। এটাই তো আসল কাজ। মহিলা তৃণমূলের সভানেত্রী শিখা সেনগুপ্ত বলেন, দিদি মহিলাদের সম্মান দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার চালু করায় মহিলাদের কারও কাছে হাত পাততে হয় না। আর বিজেপি মহিলাদের অসম্মান করছে। ওরা যত এসব করবে ততই পিছিয়ে পড়বে।
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা