দক্ষিণবঙ্গ

বিজেপির দেওয়াল লিখনের পাশে সিপিএমের নাম, রাজনৈতিক বিতর্ক

সংবাদদাতা, ঘাটাল: বিজেপির দলীয় প্রতীককে নির্বাচনে ‘প্রমোট’ করছে সিপিএম। রবিবার রাতে দাসপুর-১ ব্লকের নিমতলাতে বিজেপির একটি দেওয়াল লিখন দেখে রাজনৈতিক মহল এমনই মন্তব্য করতে শুরু করেছে।  দেওয়ালে বড় করে এক বিজেপির দলীয় প্রতীক আঁকা রয়েছে। তারই বাম দিকে সিপিএম এবং ডান দিকে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই লেখা রয়েছে। তৃণমূলের দাসপুর-১ ব্লক সুনীল ভৌমিক বলেন, আমরা আগে থেকেই বলে আসছি বিজেপির সঙ্গে সিপিএমের আঁতাত রয়েছে। যে-ই সিপিএম সে-ই বিজেপি। নিমতলার দেওয়াল লিখন সেটাই প্রমাণ করল। সুনীলবাবু বলেন, ওই পোস্টারের ছবি সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে। ওই দুই দলের কেউ কোনও প্রতিবাদ করেনি। এর অর্থ দুই দলেরই বিষয়টিতে সায় রয়েছে।
শনিবার রাতে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির দলীয় প্রার্থী হিসেবে হিরণ চট্টোপাধ্যায় নাম ঘোষণা হয়েছে। তার পরেই বুথে বুথে বিজেপির কর্মী-নেতারা দেওয়াল লিখন শুরু করেন। নিমতলাতে বিজেপির একটি দেওয়াল লিখন শেষ করার পরই সিপিএমের পক্ষ থেকে সেই প্রতীকের দু’দিকে তাদের সংগঠনের নাম লিখে দেওয়ার ব্যবস্থা করে। রবিবার রাতে ওই দেওয়াল লিখনটি দেখার পরই এলাকায় চর্চা শুরু হয়। যদিও বিজেপির দাসপুর-১ মণ্ডল সভাপতি কমলাশঙ্কর দলুই বলেন, আমরা বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখেছিলাম। রবিবার রাতে শুধুমাত্র দলীয় প্রতীকটি আঁকা হয়েছিল। পরে জানতে পারি কে বা কারা রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার জন্য আমাদের দলীয় প্রতীকের পাশে সিপিএমের সংঠনের নাম লিখে দিয়ে চলে গিয়েছে। বিষয়টি আমাদের ভালো লাগেনি। পুলিসকে জানানো হয়েছে। তিনি বলেন, আমাদের অনুমান গন্ডগোল লাগানোর জন্য তৃণমূল ওই কাজ করেছে। সিপিএমের যুব সংগঠনও একই সুরে প্রতিবাদ করেছে। সংগঠনের এক নেতা বলেন, বিজেপির প্রতীকের পাশে আমরা আমাদের সংগঠনের নাম কোন দুঃখে লিখতে যাব? আসলে দাসপুর এলাকায় রাজনৈতিক গন্ডগোল কম হয়। তাই এলাকার শান্ত পরিবেশ অশান্ত করার জন্য তৃণমূলই ওই কাজ করেছে। সিপিএমের জেলা কমিটির সদস্য গুণধর বোস বলেন, ওই দেওয়ালটি আমাদের দখলে ছিল। আমরা কিছুদিন আগে ব্রিগ্রেড সমাবেশের প্রচারের দেওয়াল লিখন করেছিলাম। সম্প্রতি বিজেপি তার উপর সাদা রং লাগিয়ে দেওয়াল লিখন করেছে। তা নিয়ে আমরা কোনও গন্ডগোলে যাচ্ছি না। কিন্তু কারা ওই প্রতীকের পাশে আমাদের দলের নাম লালকালি দিয়ে লিখল তা আমরা বুঝে উঠতে পারছি না। তবে আমাদের দলের যে কেউ লেখেননি তা আমি হলফ করে বলতে পারি। 
 ঘাটালে প্রচারে হিরণ চট্টোপাধ্যায়।-নিজস্ব চিত্র
8Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শুভ যোগাযোগ ও পরিকল্পনায় কাজকর্মে উন্নতি। ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা