দক্ষিণবঙ্গ

বিষ্ণুপুরে সঙ্কটতারিণীর পুজোয় কয়েক হাজার মহিলার ভিড়

সংবাদদাতা, বিষ্ণুপুর: বুধবার বিষ্ণুপুর শহরে মল্লরাজাদের স্মৃতি বিজড়িত সঙ্কটতারিণীর পুজোয় হাজার হাজার পুণ্যার্থীর ভিড় হয়।  বিষ্ণুপুর এলাকায় একটিই মাত্র সঙ্কটতারিণীর পুজো হওয়ায় এদিন শহরের হাজার হাজার মহিলা ভোর থেকে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ান। রাত পর্যন্ত তা চলে। কোনও রকম বিশৃঙ্খলা যাতে না হয় তার জন্য মন্দির প্রাঙ্গণ ও রাস্তায় প্রচুর পুলিস কর্মী মোতায়েন করা হয়।  
সঙ্কটতারিণী পুজো কমিটির সম্পাদক প্রদীপ বিশ্বাস বলেন, মহাভারতে পঞ্চপাণ্ডব বনবাসের সময়ে যেখানে যেখানে বিশ্রাম নিতেন, সেখানে সঙ্কট মোচনের জন্য বসুমাতা মাটির মূর্তি বসিয়ে পুজো করেছিলেন। বিষ্ণুপুরে মল্লরাজারা ওই পুজো শুরু করেছিলেন।  সেই থেকে হাজার বছরেরও বেশি সময় ধরে পুজো হয়ে আসছে। আগে চালাঘরে পুজো হতো। পরে পাকা মন্দির তৈরি হয়। একই পুজো গুজরাতে সঙ্কটমোচন এবং ওড়িশায় তারিণীমাতা নামে হয়ে থাকে। বিষ্ণুপুর শহরের সঙ্কটতলায় সঙ্কটতারিণীর মন্দির রয়েছে। মন্দিরের নামেই এলাকায় নামকরণ হয়েছে। প্রতি বছর একটি বিশেষ দিনে ওই পুজো হয়। এই পুজোর বিশেষত্ব হল মন্দিরে কোনও বিগ্রহ নেই। ঘট স্থাপন করে পুজো হয়। পুজোর প্রসাদ এদিন খাওয়া চলে না। পরের দিন বাসি প্রসাদ খাওয়া হয়। বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন, বিষ্ণুপুর তথা আশেপাশের এলাকা থেকে সঙ্কটতারিণীর মন্দিরে হাজার হাজার মহিলা পুজো দিতে আসেন। পরিবারে সঙ্কটমোচন এবং সুখ শান্তি বজায় রাখার জন্য ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করেন।   
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি। ছোট ও মাঝারি ব্যবসায় অগ্রগতি। অর্থাগম যোগটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা