দক্ষিণবঙ্গ

দাঁতনে একশো দিনের কাজের মজুরির দিন গুনতে গুনতেই মৃত্যু ৩১২ জনের
 

সংবাদদাতা, বেলদা: একশো দিনের কাজের মজুরির অপেক্ষায় থেকে থেকে মারাই গেলেন ৩১২ জন শ্রমিক। এই ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতন ১ ব্লকের। প্রায় দু’ বছরের বেশি সময় ধরে একশো দিনের কাজের মজুরি পাননি গরিব দিন আনা দিন খাওয়া মানুষগুলো। তবে মৃত শ্রমিকদের উত্তরাধিকারীদের হাতে বকেয়া মজুরি তুলে দেবে রাজ্য সরকার। কিন্তু সমস্যা হল, ৬২ জন মৃত শ্রমিকের কোনও উত্তরাধিকারী পাওয়া যায়নি। গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে দুষছেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। তাঁর আক্ষেপ, কেন্দ্রীয় সরকারের গোঁয়ার্তুমির জন্য এতজন জবকার্ডধারী বকেয়া মজুরির অপেক্ষায় থেকে থেকে মারা গিয়েছেন। তিনি বলেন, কাজ করেও সে টাকা ভোগ করতে পারলেন না গরিব খেটে খাওয়া মানুষগুলো। মোদির একনায়কসুলভ মনোভাবের কারণে প্রাপ্য থেকে বঞ্চিত হলেন তাঁরা। শুধুমাত্র একটি ব্লকেই যদি এতজন একশো দিনের শ্রমিক মারা গিয়ে থাকেন, তবে গোটা রাজ্যে এই সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকবে তা সহজেই অনুমেয়। আমাদের মুখ্যমন্ত্রী এই সমস্যা বুঝতে পেরে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ায় বহু গরিব খেটে খাওয়া মানুষকে আর অসহায় অবস্থায় মরতে হবে না। 
প্রায় দু’ বছরের বেশি সময় ধরে একশো দিনের কাজের মজুরি পাননি রাজ্যের জবকার্ডধারী শ্রমিকরা। এবারের রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কেন্দ্র না দিলে রাজ্য সরকারই একশো দিনের কাজের বকেয়া মজুরি  মিটিয়ে দেবে। সেই মতো প্রশাসনের পক্ষ থেকে জেলায় জেলায়, ব্লকে ব্লকে বঞ্চিত শ্রমিকদের তালিকা তৈরির কাজ শুরু হয় জোরকদমে। সেই তালিকা তৈরি করতে গিয়েই সামনে আসে এই মর্মান্তিক তথ্য। দেখা গিয়েছে, গত আড়াই বছরে একশো দিনের কাজের মজুরির অপেক্ষায় থেকে থেকে মারা গিয়েছেন বহু জবকার্ডধারী। প্রয়াত সেই সমস্ত জবকার্ডধারীদের প্রাপ্য টাকা তাঁদের উত্তরাধিকারীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে প্রশাসন। কিন্তু যে সমস্ত মৃত ব্যক্তিদের কোনও উত্তরাধিকারী নেই, সেই টাকা কাউকে দেওয়া সম্ভব হচ্ছে না। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ ব্লকেই মারা গিয়েছেন ৩১২ জন। তাঁদের মধ্যে ৬২ জন মৃত ব্যক্তির কোনও উত্তরাধিকারী না থাকায় সেই টাকা ফেরত চলে যাচ্ছে। ফেরত যাওয়া ওই টাকার পরিমাণ দেড় লক্ষেরও বেশি।-ফাইল চিত্র
8Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শুভ যোগাযোগ ও পরিকল্পনায় কাজকর্মে উন্নতি। ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা