দক্ষিণবঙ্গ

বিভীষণপুর হাইস্কুলে মিড ডে মিল নিয়ে অভিযোগ, খতিয়ে দেখতে নির্দেশ স্কুল শিক্ষাদপ্তরের
 

সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর-১ ব্লকের বিভীষণপুর হাইস্কুলের মিড ডে মিলে নানা অনিয়মের অভিযোগ ওঠায় প্রশাসনিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জনৈক সঞ্জয় কলা নামে এক ব্যক্তি সম্প্রতি স্কুল শিক্ষাদপ্তরে পিএম পোষণ বিভাগে মিড ডে মিল নিয়ে নানা অনিয়মের অভিযোগ জানিয়েছিলেন। তার প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলার সংশ্লিষ্ট বিভাগের প্রকল্প আধিকারিক এবং জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন এ ব্যাপারে ব্লক প্রশাসনকে তদন্ত করার নির্দেশ দিয়েছে। সেইমতো বিডিও সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা আজ, শুক্রবার স্কুলে গিয়ে সরেজমিনে মিড ডে মিলের বিষয়ে তদন্ত করবেন বলে জানা গিয়েছে। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এদিকে ওই ব্যক্তির অভিযোগ ছিল, মিড ডে মিল খাওয়ার সময় পড়ুয়াদের থালা দেওয়া হয় না। চলতি মাসের ২ তারিখ থেকে মিড ডে মিলে ডিম দেওয়া হয়নি। তরকারিতে সব্জি হিসেবে শুধু আলু দেওয়া হয়। সেই আলুও ভালো নয়। পড়ুয়াদের অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে মিড ডে মিল খেতে বাধ্য করা হয়। পড়ুয়াদের খাবারের আগে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা নেই। ‌঩আরও নানা অভিযোগ তিনি করেছেন। এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল। তিনি বলেন, যিনি অভিযোগ করেছেন, তাঁর পরিচয় গোপন রেখেছেন। সঞ্জয় কলা নামে কোনও অভিভাবক নেই। তিনি ভুয়ো নামে অভিযোগ করেছেন। স্কুল থেকে থালা দেওয়ার কোনও নিয়ম নেই। ছাত্রছাত্রীরা বাড়ি থেকে থালা নিয়ে আসে। ১৫ দিন অন্তর ডিম দেওয়া হয়। খাওয়ার আগে হাত ধোয়ার উপযুক্ত ব্যবস্থা থাকে। প্রতিটি স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা সম্পর্কে স্কুল কর্তৃপক্ষ যথেষ্ট সতর্ক থাকে। সব অভিযোগই মিথ্যা ও অভিসন্ধিমূলক। স্কুলকে কালিমালিপ্ত করতে কেউ কেউ সাজানো অভিযোগ করেছেন।  
9Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সুনাম বাড়বে। জ্ঞাতির চক্রান্তে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে। উচ্চশিক্ষায় শুভ ফল লাভের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
8th     December,   2024
দিন পঞ্জিকা