বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

লোধশুলিতে সাবমার্শিবল পাম্প খারাপ, 
জল সঙ্কটের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ 

 

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: প্রায় এক কিলোমিটার পথ হেঁটে আনতে হচ্ছে পানীয় জল। এই অভিযোগে বৃহস্পতিবার সকালে গ্রাম পঞ্চায়েত অফিসের সদর দরজায় তালা ঝুলিয়ে বালতি, কলসি নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকাল দশটা থেকে অবরোধ শুরু হয়। প্রায় দু’ঘণ্টা অবস্থান বিক্ষোভ চলার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের  লোধাশুলি গ্রামে পানীয় জলের কোন সুব্যবস্থা নেই। সরকারি একটি সাবমার্সিবল পাম্পের উপর ভরসা করে থাকে শতাধিক পরিবার। কিন্তু ১২ ফেব্রুয়ারি আচমকা পাম্পটি খারাপ হয়ে যায়। সেই দিনই গ্রামের মানুষ বৈঠকে বসেন। এরপর সমস্যার সমাধানের জন্য পঞ্চায়েত অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন বাসিন্দারা। অভিযোগ, পঞ্চায়েত অফিসে সমস্যার কথা জানিয়েও কোনও লাভ হয়নি। এখনও প্রায় এক কিলোমিটার পথ গিয়ে মানুষকে জল আনতে হচ্ছে। লোধাশুলি গ্রামের বাসিন্দা জয়ন্ত নায়েক বলেন, দশদিন ধরে সাবমার্সিবল পাম্পটি খারাপ হয়ে রয়েছে। কারও কোনও মাথাব্যথা নেই। পঞ্চায়েতে জানিয়েও কোনও লাভ হয়নি। শেষমেশ বিক্ষোভের পরিকল্পনা করা হয়। আগামী দিনে যদি জলের সমস্যা বাড়ে, তবে লোধাশুলি-রগড়া রাস্তা অবরোধ করা হবে। প্রয়োজনে জাতীয় সড়কও অবরোধ করা হবে। তবে প্রশাসন আশ্বাস দিয়েছে, সমস্যার দ্রুত সমাধান করার। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা সমস্যার সমাধানে এগিয়ে আসেন।  তিনি বলেন, খুব সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের। কারণ ওই এলাকার বহু পরিবার ও দোকানের ব্যবসায়ী সাবমার্সিবল পাম্পটির উপর নির্ভরশীল। দ্রুত সংস্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকেই জল পাওয়া যাবে।
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা