দক্ষিণবঙ্গ

গর্তে আটকে কন্টেনার, যানজটে নাকাল বেহাল বাদশাহি রোড 

সংবাদদাতা, কাটোয়া: কেতুগ্রামে দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল বাদশাহি সড়ক। রাস্তার পিচ কবেই উঠে গিয়েছে। ফুটিসাঁকো থেকে রতনপুর পীরতলা পর্যন্ত ছ’কিমি রাস্তা আরও বেহাল হয়ে পড়েছে। এই রাস্তায় দীর্ঘ তিন বছর কোনও পিচ দেওয়া হয়নি। পূর্তদপ্তরকে বারবার লিখিতভাবে জানিয়েও কোনও কাজ হয়নি। মঙ্গলবার বাদশাহি রোডের মোড়গ্রামে ভিনরাজ্যের একটি কন্টেনার গর্তে আটকে যায়। ফলে বাদশাহি রোডে চার ঘণ্টা ধরে তীব্র যানজট হয়। প্রচুর পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে যায়। সাধারণ নিত্যযাত্রীরাও দুর্ভোগে পড়েন। পরে জেসিবি দিয়ে ওই কন্টেনার রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর যান চলাচল আবার স্বাভাবিক হয়। কেতুগ্রাম-১ বিডিও পূর্ণেন্দু সান্যাল বলেন, বাদশাহি রোড সংস্কারের কাজ শুরু হয়েছে। কাজ চলছে। তবে বৃষ্টির জন্য কাজের একটু অসুবিধা হচ্ছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে। 
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল হয়ে রয়েছে। তারমধ্যে আবার ফুটিসাঁকো থেকে আনখা মায়ের পীরতলা পর্যন্ত ছ’কিমি রাস্তা দীর্ঘদিন অত্যন্ত বেহাল। মাঝেমধ্যে ইটের কুচি দিয়ে অস্থায়ীভাবে মেরামত হয়। তবে স্থায়ীভাবে কাজ হয় না। গোটা রাস্তাজুড়ে অসংখ্য বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির জল জমে থাকায় গর্ত বোঝা যাচ্ছে না। জানা গিয়েছে, সেকার঩ণেই এদিন একটি গর্তে কন্টেনারের চাকা ফেঁসে যায়। চালক ও খালাসি কোনওরকমে প্রাণে বেঁচে যান। তবে প্রচুর পণ্যবাহী ট্রাক আটকে থাকে। নিত্যযাত্রী সুভাষ কর্মকার, মিজানুল হক মণ্ডল বলেন, রাস্তার অবস্থা অত্যন্ত বিপজ্জনক। প্রশাসন আমাদের ভোগান্তির কথা ভাবছে না।  এই রাস্তা হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়ক নামে পরিচিত। এই রাস্তা দিয়ে প্রচুর অ্যাম্বুলেন্স ও উত্তরবঙ্গের গাড়ি কলকাতা ও বর্ধমানে যাতায়াত করে। বেশ কয়েক কিলোমিটার রাস্তা পূর্ব বর্ধমান জেলার মধ্যে থাকলেও দেখাশোনা করে মুর্শিদাবাদ জেলার পূর্তদপ্তর। স্থানীয়দের অভিযোগ, এলাকার স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা প্রায়শই দুর্ভোগের শিকার হয়। প্রায়শই দুর্ঘটনা ঘটে।
14Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সুনাম বাড়বে। জ্ঞাতির চক্রান্তে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে। উচ্চশিক্ষায় শুভ ফল লাভের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
8th     December,   2024
দিন পঞ্জিকা