দক্ষিণবঙ্গ

কনে সাজানোর ‘নাটক’ ধরলেন সরকারি কর্মীরা

সংবাদদাতা, জঙ্গিপুর: রূপশ্রীতে আবেদন করে একবার টাকা পেয়েছেন। তাতে সাধ  মেটেনি। আবারও আবেদন। কিন্তু আবেদন করলেই তো আর হল না। চাই বিয়ের প্রস্তুতি। সেটা না হলে মিলবে না টাকা। এদিকে, বাড়িতে খবর পৌঁছেছে, আবেদনের ভিত্তিতে তদন্তে আসছেন ব্লক অফিসের বড়বাবুরা। আর যায় কোথায়! তড়িঘড়ি কনে সাজাতে বসে পড়েন বাড়ির লোকেরা। বেনারসি শাড়ি পরানো...গয়না পরানো...কপালে চন্দন। প্রথমটা বুঝতে পারেননি সরকারি কর্মীরা। পরে বিয়ের মণ্ডপ ও পাত্রের খোঁজ করতেই পর্দা ফাঁস। কোনও কিছুই দেখাতে না পেরে বিভ্রান্তিমূলক কথা বলছিলেন বাড়ির লোকজন। সে সব শুনে ভিড়মি খাওয়ার জোগাড় সরকারি কর্মীদের। সবকিছু ধাতস্থ হওয়ার পর আবেদন বাতিল করলেন তাঁরা। 
রূপশ্রী প্রকল্পে এভাবে ভুয়ো আবেদনের সংখ্যা ক্রমেই বাড়ছে। সেটা রুখতে সরেজমিনে তদন্ত করছে ব্লক প্রশাসন। রঘুনাথগঞ্জ ২ ব্লকের কর্মীরা শনি ও রবিবার দু’টি বিয়ের তদন্তে গিয়েছিলেন। গিয়ে দেখেন কোনও বাড়িতেই বিয়ের আয়োজনই করা হয়নি। পাত্রী ও পরিবারের সদস্যরা গৃহকর্মে ব্যস্ত। সরকারি কর্মীদের আসার খবর পেয়ে বাড়ির মেয়েকে কনে হিসেবে সাজাতে শুরু করে দেন। সবকিছু জানার পর আবেদন বাতিল করে দেন তাঁরা। 
জানা গিয়েছে, তেঘড়ি ও কাশিয়াডাঙা গ্রাম পঞ্চায়েতের দু’টি বিয়েতেই ভুয়ো আমন্ত্রণ পত্র ও ম্যারেজ সার্টিফিকেট দাখিল করা হয়েছিল বলে প্রশাসন সূত্রে খবর। একাধিকবার টাকা পেতেই এভাবে ভুয়ো আবেদনের প্রবণতা বাড়ছে। এক শ্রেণির অসাধু লোক মোটা টাকার বিনিময়ে একাজে সাহায্য করছে বলে ব্লক আধিকারিকদের অভিমত। রঘুনাথগঞ্জ-২ ব্লকের বিডিও দেবোত্তম সরকার বলেন, ‘ভুয়ো আবেদনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। আগামী দিনে এরকম ঘটনা রুখতে আমরা আরও প্রচার চালাব।’
জানা গিয়েছে, গত শনিবার দুপুরে রঘুনাথগঞ্জ -২ ব্লকের তেঘড়ি গ্রাম পঞ্চায়েতের হাজিপাড়ায় রূপশ্রীর আবেদন পেয়ে হাজির হন ব্লক অফিসের কর্মীরা। ওই ঠিকানায় গিয়ে তাঁরা দেখেন, পাত্রী বসে বিড়ি বাঁধছেন। সরকারি কর্মীদের বাড়িতে আসা দেখে চেয়ার পেতে বসতে দেন। তার পরই কনে সাজাতে ব্যাস্ত হয়ে পড়েন পরিবারের মহিলারা। কিন্তু, বর কিংবা বরযাত্রী কোথায়? সরকারী কর্মীর এমন প্রশ্নের জবাবে পরিবারের লোকজন জানান, আজ রেজিস্ট্রি হবে। বিয়ের অনুষ্ঠান পরে হবে। দীর্ঘক্ষণ পাত্র না আসায় পরিবারে সদস্যরা কর্মীদের জানান, আজ সবকিছুই বাতিল করা হল। বাধ্য হয়েই কর্মীরা ফিরে আসেন। এলাকায় খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, বিয়েটা  আগেই হয়ে গিয়েছে। তারপরই আবেদনটি বাতিল করে দেয় ব্লক প্রশাসন। রঘুনাথগঞ্জ -২ ব্লকের কর্মী উজ্জ্বল সরকার বলেন, ‘আমাদের ডেকে বসতে বলেছিলেন ওঁরা। বর ও অনুষ্ঠান কোথায় হচ্ছে, তা জানতে চাওয়া হলে তাঁরা কিছু দেখাতে পারেননি।
ওই ব্লকেরই কাশিয়াডাঙা গ্রাম পঞ্চায়েতের দিঘিরপাহাড় গ্রামে তদন্তে গিয়ে বর কনে বা বিয়ের কোন অনুষ্ঠান নজরে পড়েনি সরকারি কর্মীদের। ঘরে গিয়ে একাধিকবার ডেকেও পাত্রীর দেখা মেলেনি। পরিবারের লোকজন বেশ কিছুক্ষণ পর একটি ম্যারেজ সার্টিফিকেট বের করে দেখান। সেটিও মাস দুয়েক আগের। ব্লক অফিসের কর্মী রাজিব শেখ বলেন, ‘পাত্রীর বাড়িতে ও এলাকায় খোঁজ নিয়ে জানালাম এদিন কোন বিয়ে বা বিয়ের অনুষ্ঠান হয়নি।’ তাই আবেদন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।  
12Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা