দক্ষিণবঙ্গ

জলঙ্গি নদীতে আর আসে না ইলিশের ঝাঁক, সুখস্মৃতি হাতড়ান মৎস্যজীবীরা

সংবাদদাতা, তেহট্ট: এই সেদিনও জলঙ্গিতে জাল ফেললেই মিলত ইলিশ। মাত্র পাঁচ, সাত বছরের ব্যবধানে ঩সেই দৃশ্য হারিয়ে গিয়েছে। তেহট্টের জলঙ্গিতে প্রমাণ আকারের ইলিশ দূর অস্ত, ছোট ইলিশও আসে না। ভরা ইলিশের মরশুমে অতীত স্মৃতি সম্বল। স্মৃতির ঝুলি হাতড়েই ‘রুপোলি শষ্যে’র আস্বাদ নিতে হয় মৎস্যজীবী থেকে ইলিশপ্রেমীদেরও। স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছে, জলঙ্গি নদীর উৎপত্তি হয়েছে পদ্মা থেকে। সেই সংযোগেই ইলিশের মরশুমে জিভে জল আনা মাছ ঢুকে পড়ত জলঙ্গির জলে। সেই পদ্মার সঙ্গে জলঙ্গির সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আর তেহট্টের মানুষের কাছে অতীত হয়েছে নদীর পাড় থেকে টাটকা ইলিশের কেনাকাটা। মৎস্যজীবীদের ইলিশ ধরার জাল এখন ঘরের কোণে পড়ে থাকে।
মৎস্যজীবী বিকাশ হালদার বলেন, পাঁচ থেকে সাতবছর আগেও মরশুম শুরুর আগেই ইলিশ ধরার জাল তৈরি হয়ে যেত। বাবা, ঠাকুর্দার আমল থেকে শুনে এসেছি, ডিম পাড়তে জলঙ্গিতে আসবে ইলিশের ঝাঁক। তখন বিশেষ জাল বানাতে প্রায় চার হাজার টাকা খরচ হতো। কিন্তু তাও জাল বানাতাম। কারণ, ইলিশ পেলেই কেল্লা ফতে। সারারাত জলঙ্গিতে জাল ফেলে ১০টি মাছও পেয়েছি। প্রায় দু’মাস আমাদের কাছে ছিল ‘মৎস্য মারিব খাইব সুখে’র দিন। কিন্তু এখন আর ইলিশ আসে না। সেই জাল ঘরে তুলে রেখেছি। বাজারে বিক্রি করতে গেলেও কেউ কিনবে না। ফলে পড়েই থাকে। অন্য এক মৎস্যজীবী মিঠুন হালদার বলেন, পদ্মার সঙ্গে জলঙ্গির যোগ ছিল। তাই ইলিশের মরশুমে প্রচুর ইলিশ আসত। এখন পদ্মার সঙ্গে জলঙ্গির যোগ আর নেই। নদীর গতিপথ বদলে গিয়েছে। হারিয়ে গিয়েছে ইলিশ। শুধু তাই নয়, আজ সাধারণ মাছ পেতেও কষ্ট হয়। অতীতের স্মৃতি নিয়েই আমরা সুসময়ের অপেক্ষায় থাকি। 
ইলিশের মরশুম আসলে ইলিশ মাছের ডিম দেওয়ার সময়। ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য মিঠা জল খোঁজে। ডিম ছাড়া হয়ে গেলেই মাছগুলি নোনা জলে ফিরে যায়। পদ্মার সঙ্গে সংযোগের কারণে ইলিশ জলঙ্গি নদীতে চলে আসত। তারপর মায়াপুরের কাছে গঙ্গায় ঢুকে পড়ত। সেই সময় জলঙ্গিতে জাল ফেললেই ‘রুপোলি শষ্য’ মিলে যেত। ভরপুর ইলিশের মরশুমে মৎস্যজীবী মহলে বিশেষ জাল তৈরির ধুম পড়ে যেত। আর নদীর পাড়ে দাঁড়িয়ে টাটকা ‌ই঩লিশ দরদাম করে কিনে নিত ইলিশপ্রেমীরা। সেসব দিন স্থানীয় ২০-২২টি মৎস্যজীবী পরিবারের কাছে এখন শুধুই স্মৃতি। ঘরের এক কোণে পড়ে থাকা ইলিশের জালেই তাঁরা সুখস্মৃতি হাতড়ান। স্থানীয় ইলিশপ্রেমীদের কাছে সে সুযোগও নেই।  
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কেনাবেচা ক্রমশ বাড়ায় লাভ বৃদ্ধি। সন্তানের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা