দক্ষিণবঙ্গ

বোলপুরে হস্টেলে ছাত্রীর রহস্য মৃত্যু

সংবাদদাতা, বোলপুর: রবিবার, ২৪ সেপ্টেম্বর ছিল জাতীয় কন্যা দিবস। আর ওই দিনেই মেয়ের অস্বাভাবিক মৃত্যুর খবর পেলেন বাবা। বোলপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজে নার্সিং পড়তেন মেয়ে। তাঁর মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। তোলপাড় কলেজ ক্যাম্পাসও। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে ময়নাতদন্তে ভিডিও রেকর্ডিংয়ের দাবি করেছেন মেয়ের বাবা চিন্ময় দত্ত। তিনি বোলপুর থানায় লিখিতভাবে এই দাবির কথা জানিয়েছেন। কলেজের ডিরেক্টর মলয় পিট সোমবার বলেছেন, ‘ওই ছাত্রীর মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত। ময়নাতদন্ত করলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরাও চাই সঠিক তদন্ত হোক। 
জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম স্নেহা দত্ত (২১)। তিনি বোলপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজের বিএসসি নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বাড়ি হুগলি জেলার পরশুড়া থানার শ্যামপুর এলাকায়। স্নেহার বাবা চিন্ময়বাবু সেখানকারই বালিপুর উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল ট্রেনিংয়ের প্রশিক্ষক হিসেবে কর্মরত। স্নেহা কলেজ ক্যাম্পাসের হস্টেলেই থাকতেন। রবিবার রাতে ক্যাম্পাসের ক্যান্টিনে সহপাঠীদের সঙ্গে ভাগাভাগি করে খাবার খেয়েছিলেন। হস্টেলে ফিরে ঘরের মধ্যে আচমকা মুখ থুবড়ে পড়ে যান। তার মুখ থেকে গ্যাজলা বেরোতে থাকে। তা দেখে সহপাঠীরা হতভম্ব হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্নেহাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই স্নেহার অসুস্থতার খবর পরিবারকে জানানো হয়। স্নেহার অবস্থাও ধীরে সঙ্কটজনক হতে থাকে। পরে তাঁকে বোলপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসক স্নেহাকে মৃত বলে ঘোষণা করেন। 
এদিন, চিন্ময়বাবু বলেন, ‘রাতে হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে জানান আমার মেয়ে গুরুতর অসুস্থ। তাঁরা আমাদের তাড়াতাড়ি আসার জন্য বলেন। রাত ১২টা নাগাদ তারা ফোন করে জানায়, আমার মেয়ে আর বেঁচে নেই। সন্ধ্যেবেলায় মেয়ের সঙ্গে তাঁর মায়ের সঙ্গে কথা হয়েছে। তখনও সে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিল। এতটুকু বয়সে কোনও রোগের কারণে মৃত্যু হয়েছে বলে মানতে পারছি না।’ এখানেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, মেডিকেল কলেজেই যদি চিকিৎসার পরিকাঠামো না থাকে, তা হলে সেটা কেমন মেডিকেল কলেজ?
যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র মৃত্যুর ঘটনা এখনও টাটকা। সেই আবহে বোলপুরের ওই মেডিকেল কলেজে ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় নানা জল্পনা চলছে।  স্নেহার পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, এই অস্বাভাবিক মৃত্যু মেনে নেওয়া যায় না। মেয়ের দেহের ময়না তদন্তের প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং করার দাবি জানিয়েছেন চিন্ময়বাবু। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে প্রশাসনের কাছে আর্জিও জানিয়েছেন। তবে, এদিন বেশ রাত পর্যন্ত তিনি থানায় কোনও অভিযোগ জানাননি। 
বেসরকারি ওই মেডিকেল কলেজটির ডিরেক্টর মলয় পিট অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। এমনকী, গোরু পাচার মামলায় অনুব্রত সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর মলয়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এমনকী, তাঁর মেডিকেল কলেজ ও বিভিন্ন ট্রাস্টে হানাও দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায়  শাসকদলকে নিশানা করে তোপ দেগেছে বিজেপি। দলের বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, ‘কলেজের শীর্ষ কর্তারা শাসকদলের ঘনিষ্ঠ একথা সকলেই জানে। তাই মৃতার নিরীহ পরিবারকে চাপ সৃষ্টি করা হচ্ছে। সেজন্যই তাঁরা অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন। বিষয়টি পুলিসের তদন্ত করে দেখা উচিত।’
12Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা