দক্ষিণবঙ্গ

বর্ধমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান থানার চাণ্ডুল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম কৃষ্ণেন্দু সাঁতরা(৮)। সে চাণ্ডুল প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ঘরের পাশে খেলা করার সময় বিদ্যুৎবাহী তারে হাত দিয়ে ফেলে। তাতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্য একটি ঘটনায় জামালপুর থানার জৌগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শ্রীমন্ত হাজরা(৩০)। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে আলো জ্বালানোর সময় সুইচ বোর্ড থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। 
অপর একটি ঘটনায় বর্ধমান থানার কালনাগেট-খাঁপুকুর এলাকায় এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম অলোককুমার কুণ্ডু(৫৬)। তিনি কৃষিদপ্তরের কর্মী ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহের ময়না তদন্ত করিয়েছে পুলিস।
অন্যদিকে, গলসি থানার কালীমোহনপুরে কীটনাশক খেয়ে এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সুবল মণ্ডল(৭৪)। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তিনি মারা যান। 
অপরদিকে, কাটোয়া থানার করুই গ্রামে ইঁদুর মারা বিষ খেয়ে এক মহিলা আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম মণি দাস(৩৭)। বুধবার বিকেলে বাড়িতে তিনি ইঁদুর মারা বিষ খান। তাঁকে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। 
15Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কেনাবেচা ক্রমশ বাড়ায় লাভ বৃদ্ধি। সন্তানের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা