দক্ষিণবঙ্গ

দুরমুঠ বাসস্টপেজে বাস দাঁড় করানোর দাবিতে
জাতীয় সড়ক অবরোধ টিএমসিপি’র, দুর্ভোগ   

সংবাদদাতা, কাঁথি: সরকারি অনুমোদন থাকা সত্ত্বেও কাঁথির দুরমুঠ বাসস্টপেজে দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে  সরকারি বাস দাঁড়াচ্ছে না। এর ফলে কাঁথি ও এগরা মহকুমার রামনগর, খেজুরি, পটাশপুর সহ বিভিন্ন এলাকা থেকে আসা কলেজ পড়ুয়াদের সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে। কলেজের দ্বিতীয় সেমেস্টারের ইংরেজি অনার্সের ছাত্রী স্মিতা মণ্ডল বলেন, আমরা কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে সরকারি বাসে উঠে দুরমুঠ বাসস্টপে নামব বললে বলা হয়, দুরমুঠে বাস দাঁড়াবে না। তাই আমাদের সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে অটো ধরে মেচেদা বাইপাসে আসতে হয়। সেখান থেকে অটো ধরে দুরমুঠ বাসস্টপে আসতে হয়। কিংবা দুরমুঠের আগের কোনও গুরুত্বপূর্ণ স্টপেজে বাস থেকে নেমে আবার কলেজে আসার জন্য বাস নয়তো অটো ধরতে হয়। এসব কারণে সময়ের যেমন অপচয় হয়, তেমনি খরচও বেশি হয়। তাই শুক্রবার কাঁথির দেশপ্রাণ কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের ডাকে ছাত্রছাত্রীরা ওই বাসস্টপেজে বাস দাঁড় করানোর দাবিতে প্রতীকী আন্দোলনে শামিল হন। এদিন সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত  জাতীয় সড়ক অবরোধ  করে অবস্থান-বিক্ষোভ করে। সরকারি বাসের চালকদের হাতে সরকারি অর্ডার ও চকোলেট তুলে দিয়ে ওই বাসস্টপেজে বাস যাতে দাঁড়ায়, সেই আবেদন জানান পড়ুয়ারা। ছাত্রনেতা আবেদ আলি খান, ইউনিট সভাপতি নিমাই দাস প্রমুখ বলেন, গত নভেম্বর মাসে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর হস্তক্ষেপে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের তরফে কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছিল সব ধরনেরই বাস ওই স্টপেজে দাঁড়াবে। কিন্তু দু’একটি লোকাল বাস ছাড়া কোনও সরকারি কিংবা দুরপাল্লার বাস দাঁড়াচ্ছেই না। এদিকে অবরোধের জেরে রাস্তার দু’দিকে বহু যানবাহন দাঁড়িয়ে পড়ায় যান চলাচল ব্যাহত হয়।
15Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা