দক্ষিণবঙ্গ

অজয়ের বালি চুরি
সঙ্কটে রেলব্রিজ, সেতু
অভিযোগ পেয়ে ভেদিয়ায় ব্লক প্রশাসন

সংবাদদাতা, শান্তিনিকেতন: বীরভূম ও পূর্ব বর্ধমানের সীমানার মধ্যে অবস্থিত অজয় নদের অবন সেতুর নীচে থেকে দিনের আলোয় অবাধে চলছে বালি লুট। পাশেই রয়েছে রেল সেতু। তার তলা থেকেও একই কায়দায় তোলা হচ্ছে বালি। প্রতিদিন শ’য়ে শ’য়ে ট্রাক্টর ভর্তি করে বালি পাচার চলছে। সেই বালি তুলে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে মজুত করা হচ্ছে। পাচারকারীদের দাবি, পুলিসের একাংশের মদতে চলছে এই অবৈধ কারবার। স্থানীয় মানুষদের অভিযোগ সেতুর নীচে থেকে এভাবে বালি তোলা হলে তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার সঙ্গেই রাস্তার ধারে ও বিভিন্ন জায়গায় বালি মজুত করার ফলে প্রায়শই হচ্ছে দুর্ঘটনা। বৃহস্পতিবার বোলপুর ব্লক ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা অবৈধ এই বালিঘাটগুলি পরিদর্শন করেন।
বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত বোলপুর থানার রায়পুর-সুপুর পঞ্চায়েতের অধীন এলাকায় অজয় নদের বুক থেকে রমরমিয়ে চলছে অবৈধভাবে বালি উত্তোলন। জানা গিয়েছে, প্রতিদিন ভোর চারটে থেকে দুপুর একটা অবধি বেলচা, কোদালে করে অজয় নদ থেকে কয়েকশ ট্রাক্টরে বালি চুরি হচ্ছে। সেগুলি বিভিন্ন জায়গায় মজুত করে পরবর্তীতে মোটা টাকার বিনিময়ে পাচার হচ্ছে। কাদের মদতে এই অবৈধ কারবার চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রকাশ্য দিনের আলোয় এইভাবে বালিচুরি কেন চোখে পড়ছে না পুলিস বা প্রশাসনের তা নিয়েও উঠছে প্রশ্ন। বীরভূম ও পূর্ব বর্ধমানের সংযোগকারী অবন সেতুর উপর দিয়ে যাতায়াত করলেই দুই দিকে চোখে পড়বে এই অবৈধ কারবার। নদীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেক ট্রাক্টরে বালি লোড করছে তিন থেকে চারজন। কিন্তু তারা সকলেই দিনমজুর হিসেবে কাজ করেন। কে এই বালি অবৈধভাবে উত্তোলন করছে, কীভাবেই বা পরবর্তীতে বিক্রি হচ্ছে, সেই বিষয়ে এই মজুররা কিছুই জানেন না বলে দাবি। রায়পুর সুপুর পঞ্চায়েতের অজয় নদ সংলগ্ন ঘেরোপাড়া, রজতপুর সহ আশেপাশের প্রত্যেক গ্রামের রাস্তার ধারে ও মাঠের মধ্যে মজুত করে রাখা হয়েছে এই অবৈধ বালি।
নদী থেকে যাঁরা বালি তুলছেন তাঁরা জানান, তাঁদের কাছে কোনও বৈধ চালান নেই। যার যেমন খুশি, সেভাবে বালি তুলতে পারে। তবে ট্রাক্টরে কোদাল বেলচা দিয়েই বালি তুলতে হবে। মাঝেমধ্যে পুলিস অভিযান চালায়। তখন সবকিছু ফেলে দিয়ে তাঁরা পালিয়ে যান। কখনও ট্রাক্টর ফেলেও পালিয়ে যান তাঁরা। মালিকরা নিজেদের মতো করে পরে ঠিক করে নেন। তারপর আবার শুরু হয় নদী থেকে বালি তোলা। বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ বলেন, এদিন ব্লক ও বিএলএলআরও দপ্তরের তরফে রুটিন পর্যবেক্ষণ করা হয়েছে। বালি পাচার রুখতে প্রশাসন ও পুলিস একযোগে অভিযান চালায়। সেতুর নীচে থেকে বালি তোলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে।  নিজস্ব চিত্র
15Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা