দক্ষিণবঙ্গ

বিশেষ প্রজাতির আম দেখতে
দুবরাজপুরের মসজিদে ভিড়

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বিশেষ প্রজাতির লাল টুকটুকে আম দেখতে দুবরাজপুরের ১১ নম্বর ওয়ার্ডের বনকাটি পাড়ার মসজিদ চত্বরে মানুষজন ভিড় করছেন। আর পাঁচটা গাছের আমের মতো নয়, এই আম অদ্ভুত সুন্দরী। একবারে লাল টুককুকে তার রং। তার স্বাদ পেতে চলেছেন বাসিন্দারা। আজ অর্থাৎ শুক্রবার নামাজ শেষে একটি আম নিলাম করা হবে। স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন এই আমগাছ বিদেশি কোনও জাতের। আমটি লক্ষাধিক টাকা মূল্যের ‘মিয়াজাকি’ প্রজাতিরও হতে পারে। এই অদ্ভুত জাতের আমের খবর জানাজানি হতেই দুবরাজপুরে নানা আলোচনা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই তা দেখতে ভিড় জমছে। কেউ কেউ গাছের নীচে এসে সেই আমের ছবি ক্যামেরাবন্দি করছেন। কেউ আবার গাছের আম হাত দিয়ে ধরে সেলফি নেওয়ার চেষ্টা করছেন। মসজিদের সভাপতি কাজি আবু তালেব বলেন, এমন অদ্ভুত জাতের আম আমি জীবনে দেখিনি। এর আগে অন্যান্য জাতের আম দেখেছি, শুনেছি। কিন্তু এই আম দেখিনি। একেবারে লাল টুকুটুকে রং। শুনেছি, সৈয়দ নিজামুদ্দিন ওরফে সোনা বাইরে থেকে এনে দু’-তিন বছর আগে ওই গাছটি লাগিয়েছিলেন। তিনি এখন বেঁচে নেই। তাই সঠিক তথ্য আমরা কেউই জানি না। অনেকেই আগ্রহ নিয়ে আম দেখতে আসছেন। শুক্রবার একটি আম গাছ থেকে পাড়া হবে। তারপর আমটির নিলাম করা হবে। সিউড়ি বিদ্যাসাগর কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক সন্দীপন চট্টোপাধ্যায় বলেন, ছবি দেখে আমটি ‘মিয়াজাকি’ জাতের বহুমূল্যবান আম মনে হচ্ছে। তবে এটা ‘টমি অ্যাটকিনস’ জাতের আমও হতে পারে। সরজমিনে গিয়ে পরীক্ষা করলে তা নিশ্চিত হওয়া যাবে।
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা