সিনেমা

শিল্পার সম্পত্তি বাজেয়াপ্ত

এবার বিটকয়েন জালিয়াতি মামলায় বিপাকে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় বৃহস্পতিবার দম্পতির প্রায় ৯৮ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এরমধ্যে রয়েছে জুহুতে শিল্পার মালিকানাধীন বাড়ি, কুন্দ্রার পুণের ফ্ল্যাট ও একটি ইক্যুইটি শেয়ারও। জানা গিয়েছে, মহারাষ্ট্র পুলিস ও দিল্লি পুলিসের কাছে এব্যাপারে একাধিক অভিযোগ জমা পড়েছিল। এফআইআর দায়ের হয় একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে অমিত ভরদ্বাজ, বিবেক ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ, মহেন্দ্র ভরদ্বাজ সহ আরও কয়েকজনের। অভিযোগ, বিটকয়েনে বিনিয়োগের নাম করে নাকি কোটি কোটি টাকা তুলেছেন তাঁরা। শুধুমাত্র  ২০১৭ সালেই তোলা হয়েছিল ৬ হাজার ৬০০ কোটি টাকা।  প্রতি মাসে বিটকয়েনে ১০ শতাংশ টাকা রিটার্নের টোপ দিয়ে এই টাকা আদায়ের অভিযোগ উঠেছে।  অনেকেই সেই ফাঁদে পা দেন। টাকা ঢালেন সংস্থায়।  পরে লগ্নিকারীরা বুঝতে পারেন, সংস্থার আড়ালে তাঁদের প্রতারণা করা হয়েছে। তারপরই অভিযোগ জমা পড়ে পুলিসের কাছে। এই মামলাতেই জড়িয়েছে রাজ কুন্দ্রার নাম। অভিযুক্ত অমিত ভরদ্বাজের থেকে তিনি ২৮৫টি বিটকয়েন নিয়েছিলেন বলে অভিযোগ। এই বিটকয়েনগুলির বাজার মূল্য বর্তমানে ১৫০ কোটি টাকা। এই মামলার মূল অভিযুক্ত অজয় ভরদ্বাজ ও মহেন্দ্র ভরদ্বাজ পলাতক। এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি দম্পতি। 
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা