সিনেমা

লক্ষ্মী বনাম অলক্ষ্মী

সুশীল সংসারে লক্ষ্মীর কদরই বেশি। সবকিছুর সঙ্গে তাঁরই তুলনা করে সমাজ। ধন, মান, যশের আরাধ্যার সঙ্গে বাড়ির মেয়ে, বউয়ের মিল খোঁজেন সংসারের সুধীজনেরা। না হলে সে মেয়ে ‘অলক্ষ্মী’। মেধাবী অভিনেত্রী সৌরসেনী মৈত্রকেও প্রায়ই শুনতে হয়, ‘হাতে পায়ে লক্ষ্মী’। অর্থাৎ, বিদ্রুপে অলক্ষ্মী। খুব জিনিসপত্র ভাঙেন বুঝি? প্রশ্নটা শুনে ‘লক্ষ্মীছাড়া’র মতো খানিকক্ষণ হাসেন তিনি। বললেন, ‘আমি ভীষণ অগোছালো। তাই মা আমাকে বলেন হাতে পায়ে লক্ষ্মী।’ 
এহেন মেয়ের ঝুলিতে ইতিমধ্যেই ১৪টি সিনেমা, প্রায় গোটা ছ’য়েক ওয়েব সিরিজ। সৌরসেনী এবার ‘অলক্ষ্মী’র ভূমিকায়। সৌজন্যে পরিচালক রাজর্ষি দে-র ছবি ‘সাদা রঙের পৃথিবী’। সৌরসেনী মনে করেন, ‘সংসারে কেউ অলক্ষ্মী নয়। অলক্ষ্মীর মধ্যেও লক্ষ্মী রয়েছেন। প্রতিটি নারীর মধ্যেই লক্ষ্মী, সরস্বতী, দুর্গা রয়েছেন।’ সম্মান ও পুরুষতান্ত্রিকতার সঙ্গে সহাবস্থানের জন্য নারীর চিরকালীন লড়াই। সৌরসেনীর মতে তা জারি রয়েছে লক্ষ্মীমন্ত মেয়েদের সদিচ্ছাতেই। অনেকক্ষেত্রে মহিলারাই মহিলাদের আত্মসম্মানের অন্তরায় হয়ে ওঠেন। অভিনেত্রীর দাবি, ‘আমি নারী-পুরুষে বিশ্বাসী নই। একজন ব্যক্তি হিসেবে আমি আমার প্রাপ্য মর্যাদাটুকু পেতে চাই। আমি অত্যন্ত দৃঢ়চেতা মহিলাদের দেখেছি। সেই ব্যক্তিত্বময়ী মহিলারাই ছিলেন সংসারের শেষ কথা। মজার ব্যাপার হচ্ছে তখন বাড়ির পুরুষরাই সেই মহিলাকে অলক্ষ্মী না সাজিয়ে দুর্গার আসনে বসিয়েছেন।’ তাঁর সাফ কথা, ‘তথাকথিত অলক্ষ্মীরাই কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরদের সংসারে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করে চলেছেন প্রতিনিয়ত। ঘরে এবং বাইরে।’
প্রিয়ব্রত দত্ত
ছবি: দীপেশ মুখোপাধ্যায়
9Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা