বিকিকিনি

 টুকরো  খবর

প্রেস্টিজ-এর নতুন চার চিমনি
রান্নাঘরের ভোল বদল করতে প্রেস্টিজ নিয়ে এল নতুন চার মডেলের কিচেন চিমনি। প্রোভো ৯০০, এজ ৯০০, জারা ৯০০, জেন ৬০০ এই চারটি মডেলের আধুনিক নকশা ও প্রযুক্তির অটোক্লিন চিমনি বাজারজাত করল কিচেন অ্যাপ্লায়েন্সের জগতে বিগত ৭৫ বছর ধরে জনপ্রিয় এই ব্র্যান্ড। বিশেষ এই মডেল চারটিতে পাবেন স্মার্টফোনের অ্যাপ দ্বারা নিয়ন্ত্রণের সুবিধা, ডিউরেবল কপার মোটর ও নিরাপত্তার নানা প্রযুক্তি। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে বিনামূল্যে পেশাদার কারিগর দ্বারা ইনস্টলেশন সার্ভিস ও কিট। অন্য সময়ে এই দুই পরিষেবায় ২,২৪৯ টাকা খরচ পড়ত। প্রেস্টিজের এই চারটি মডেলের চিমনির দামই মধ্যবিত্তের পকেটসই বলে দাবি সংস্থার। 

কিডসোপলিস ৩.০ কার্নিভাল
কলকাতার অ্যাক্রোপলিস মল-এ শিশুদিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হল কিডসোপলিস ৩.০ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছিল বসে আকো প্রতিযোগিতা, ক্যুইজ এবং নৃত্য প্রতিযোগিতা। এছাড়া কচিকাঁচাদের নিয়ে ছিল গল্পের আসর। কিডসোপলিসের এই মজার অনুষ্ঠানে ৩৫০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি দুটি ভাগে অনুষ্ঠিত হয়। বিষয় ছিল  ‘প্লাস্টিক বর্জ্যের মধ্য দিয়ে বেড়ে ওঠা একটি গাছ’ এবং ‘দূষণের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া প্রাণী জগৎ’।  কুইজ প্রতিযোগিতায় শিশুদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নৃত্য প্রতিযোগিতায় ক্লাসিকাল এবং কনটেম্পোরারি বিভাগে ভিড় জমেছিল কচিকাঁচাদের। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিখ্যাত চিত্রশিল্পী ইলিনা বণিক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বলেন, ‘অ্যাক্রোপলিস মল শিশু এবং তাদের অভিভাবকদের এক আনন্দময় রবিবার উপহার দিয়েছে। এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ। শিশুদের সৃজনশীল এবং উদ্ভাবনী কাজের প্রতি উৎসাহিত করেছে এই প্রতিযোগিতা।’

বঙ্গীয় বাণিজ্যিক পরিষদের প্রদর্শনীতে কলা কৃষ্টি
ভারতের বিভিন্ন রাজ্যের শাড়ি পাওয়া যায় কলা কৃষ্টি-তে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত বিশাল এই দেশের সব ধরনের শাড়ি একই ছাদের তলায় পাবেন এখানে। এদের নিজস্ব বিপণি ২৫৮বি, রাসবিহারী অ্যাভিনিউয়ে। তবে গত ২০ নভেম্বর থেকে আগামী কাল পর্যন্ত সল্টলেকের করুণাময়ীতে বঙ্গীয় বাণিজ্যিক পরিষদ আয়োজিত ‘বাংলার নবজাগরণ’ মেলার প্রদর্শনীতে দেখতে পাবেন এদের পসরা। মেলা প্রাঙ্গনে ৫ নং গেটের কাছে ৩৭ নং স্টলটি কলা কৃষ্টি-র। শীতের শুরুতেই কলকাতায় বসে সারা দেশের বিভিন্ন শাড়ির সঙ্গে পরিচিত হওয়া ও কেনাকাটার সুযোগ মিলবে এখানে। 

প্রদর্শনীতে ভিন্ন গল্পের খোঁজ
রং তুলিকে ছোট থেকেই ভালোবেসেছেন দীপন সরকার। ছবি এঁকেছেন আপন খেয়ালে। তাঁর আঁকা প্রতিটি ছবিই যেন গল্প বলে। সেই ভিন্ন গল্পের সন্ধান এবার দর্শকের হাতের মুঠোয়। দীপনের ছবির প্রথম একক প্রদর্শনী চলছে শহরে। অ্যাকাডেমি অব ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী। উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্পী তারক গড়াই, দেবব্রত দে, মৃণালকান্তি ঘোষ, (রাইটার অন ভিস্যুয়াল আর্ট) ওয়েস্ট বেঙ্গল স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তন্ময় ঘোষ প্রমুখ। প্রদর্শনীটি চলবে আগামিকাল, রবিবার পর্যন্ত। ছবি: দীপেশ মুখোপাধ্যায়
16d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সুনাম বাড়বে। জ্ঞাতির চক্রান্তে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে। উচ্চশিক্ষায় শুভ ফল লাভের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
8th     December,   2024
দিন পঞ্জিকা