চারুপমা

দোলের দিনে সাজার টিপস

দু’দিন পরে রঙের উৎসব। কীভাবে সাজবেন? লিখছেন কমলিনী চক্রবর্তী।

সামনেই দোল। রঙে রঙে একসা হওয়ার দিন। কোকিলের কুহুতান, তারই সঙ্গে পলাশের রঙে মাতাল হয়ে উঠছে প্রাণ। হৃদমাঝারে বসন্তের মধুর সুর বেজে চলেছে। এমন দিনে সাজেও চাই রঙের ছটা। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রঙে রঙে রাঙিয়ে তুলতে কেমন সাজের কথা ভাবছেন? 
পোশাক দিয়েই শুরু করা যাক। সকালে রং খেলার সময় শাড়ি, পাঞ্জাবি বা কুর্তায় স্প্ল্যাশ ডিজাইন বেছে নিন। অনেক বৈচিত্র্য আছে এই নকশায়। পেন্টবল স্প্ল্যাশ, ব্রাশ স্প্ল্যাশ, প্রিন্টেড স্প্ল্যাশ— যেমনটা মনে ধরবে আপনার। এই ডিজাইনে হোলির লাল, হলদে, সবুজ, গোলাপি রং পোশাকের সাদা ফ্যাব্রিকের উপর আপন ছন্দে নেচে বেড়ায়। পেন্টবল স্প্ল্যাশ ডিজাইনে রঙের ছিটেগুলো গোলাকৃতি হয়ে উঠবে। আবার ব্রাশ পেন্ট হলে তাতেই লাগবে তুলির টান। আর প্রিন্টেড স্প্ল্যাশ ডিজাইনে একটা প্যাটার্ন ধরা পড়বে রঙিন নকশায়। তার সঙ্গে সাদা সালোয়ার, চুড়িদার অথবা পাজামা পরে নিন। দোলের সকালের পোশাক বাছাই হল। দোল খেলার পর বসন্ত সন্ধ্যায় হাল্কা আবির মেখে সাদা বা ক্রিম রঙের পোশাকে সেজে উঠুন। সঙ্গে টিম করে নিন উজ্জ্বল রঙের ব্লাউজ বা ওড়না। 
রং খেলার সময় চুল বাঁচাতে চাইলে নানা রঙিন উইগ দিয়ে মাথা ঢেকে ফেলতে পারেন। ফ্লুরোসেন্ট কার্লি উইগ বিশেষ জনপ্রিয়। লং হেয়ার উইগ, শর্ট কার্লি লুক এমন বিভিন্ন উইগ পাবেন। শকিং পিঙ্ক আর গ্রিনের মিশেল, ফ্লুরোসেন্ট ইয়েলোর সঙ্গে অরেঞ্জ বা ইলেক্ট্রিক ব্লুয়ের কম্বিনেশনও পাবেন। অনেকে কাপড়ের টুপি পরেন। সেক্ষেত্রে দোলের বিশেষ টুপিতে ডেনিম কাপড়ের সঙ্গে কটন স্ট্রাইপ ডিজাইন, রঙিন প্যাচওয়ার্ক, পোলকা ডট মানানসই। আছে রঙিন স্কার্ফ, ব্যান্ডানা। এক্ষেত্রেও স্প্ল্যাশ ডিজাইন পাবেন। বাঁধনির কাজে লাল, নীল, বেগুনি, গোলাপি নকশাও। দোলের বিকেলে খোলা চুলে একপাশে পলাশ দিতে পারেন। ম্যাচ করে জুঁই, বেলের মালাও গাঁথতে পারেন চুলের সাজে।  
রইল বাকি গয়না। একটু বড় রঙিন স্টোন বা বিডসের নেকপিস সঙ্গে ছোট কানের দুল বেছে নিন। ফুল লাগানো খোলা চুলে এই সাজ মানাবে ভালো। আর হাতের জন্য থাক বাঁধনি, ইন্ডিগো, কলমকারি, আজরাখ প্রিন্টের কাপড়ের চুড়ি। সাদা পোশাকে রঙিন গয়নায় খোলতাই হবে রূপ। পূর্ণ হবে দোলের সাজের ষোলো আনা। 
 
8Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা