বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
চারুপমা

ছোট্ট প্রাণে মায়ার সাজ

অবাধ্য মন, দামালপনা, ছুটির আমেজের সঙ্গে চাই সাজুগুজুও। এমন ছুট দেওয়া শৈশবকে বশে আনে কার সাধ্যি! তবু মায়ের তো ইচ্ছে জাগে, পুজোর দিনে দুষ্টু মেয়েটাকে মনমতো সাজাই। কখনও হালকা ফ্রক, অষ্টমীতে মায়ের মতোই ঢাকাই জামদানি, কোনওদিন পশ্চিমী জাম্পস্যুট। শাড়ির সঙ্গে একটু সোনার গয়না। মায়ের মন ভাবে, ‘কে জানে মেয়েটাকে কি কুমারী পুজোয় ডাকবে? ডাক পেলেও ভালো, না পেলেও। মা দুগ্গার পাশে খুকিটা তো আমারই থাকবে। পুজোর সবদিনেই কি ছোটাছুটি চাই? মান করিস না মেয়ে। আয় তোকে শাড়ি পরিয়ে দিই। সাজিয়ে দিই গয়না আর হালকা লিপস্টিক, ছোট্ট টিপ দিয়ে।’ মা জানে, মেয়ের মজ্জায় এইভাবেই ঢুকে যায় বাঙালি কন্যের সাজ-পাঠ। এরপরে মাকে অপেক্ষা করতে হবে না, শৈশব দেবে ছুট। মেয়ে বেছে নেবে মায়ের ভরা আলমারি থেকে লাল, নীল, সবুজ রঙা যে কোনও শাড়ি। মায়ের শিখিয়ে দেওয়া সাজ থেকেই গুছিয়ে সেজে নেবে নিজের মতো। বাঙালি মেয়েদের সাজমন্ত্র আগেই পাওয়া হয়ে গিয়েছে তার।      
পোশাক বিপণি ক্লোরোফিল ব্র্যান্ডের ছোটদের বিভাগ হল ‘চাসনি’। শিশুদের পোশাক তৈরির ক্ষেত্রে এরা প্রধানত নজর দেয় আরামের দিকে। এখানে ছোটদের জামাকাপড় তৈরি হয় শাড়ি কেটে। ছোট ছেলেদের ধুতি-পাঞ্জাবিও শাড়ি কেটে তৈরি করা হয়। ফ্রক, ঘাগড়া-চোলির পাশাপাশি খুদে মেয়েদের জন্য এখানে পাবেন রেডিমেড শাড়ি। এবার কটনের মধ্যে রাখা হয়েছে ধনেখালি ও ঢাকাই। যেমন ছবিগুলোতে দেখতে পাচ্ছেন। পুজোর সময় অনেক খুদেরও আবার ইচ্ছে হয় একটু মা-কাকিমার মতো অর্থাৎ বড়দের মতো করে সাজি। সেই ইচ্ছেকে প্রশ্রয় দিতেই এই ব্র্যান্ড আরামকে পুঁজি করে তৈরি করেছে রেডিমেড সব শাড়ি। এর আগে এই ব্র্যান্ড থেকে র সিল্ক দিয়ে করা হয়েছে বেনারসিও। বাচ্চাদের জন্য ঢাকাই চট করে পাওয়া যায় না। তাই এই ব্র্যান্ড এবছর কন্যেদের সাজাতে বেছে নিয়েছে ঢাকাইয়ের সুন্দর রেডিমেড শাড়ি। 
মডেল সংস্থিতি নাগ নন্দা, পোশাক: ক্লোরোফিল (চাসনি), যোগাযোগ: ৯১৬৩৭৯১১৪৪
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারওর চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততার যোগ। কর্মক্ষেত্রে কাজের চাপ কাটিয়ে উঠতে সমর্থ হবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা