চারুপমা

হলকা দিনে হালকা সাজ

তাপপ্রবাহের চোখরাঙানির মধ্যেই চলে এসেছে বিয়েবাড়ির মরশুম। পাঁজি দেখে বহু আগে ঠিক করে নেওয়া সেসব দিন তো আর বদলানো যায় না। কে জানত এবারের বৈশাখ এমন আগুন ঝরাবে? নাভিশ্বাস উঠলেও বিয়েবাড়ি বলে কথা। একটু সাজগোজ তো লাগবেই। এসময়ের সাজে সাবেকি ছোঁয়ার মধ্যেই একটু এদিক ওদিক করে খুঁজে নিতে হবে আরাম। তাই ভারী শাড়িরা এসময় মুখ লুকিয়ে থাকুক আলমারির কোণে। সামনের সারিতে আসুক হালকা অথচ গর্জাস লুকের শাড়িরা। সন্ধেবেলায় দহন-আঁচ একটু বুঝি জুড়োয়। সঙ্গ দেয় সুবাতাস। সেই সুযোগ কাজে লাগিয়ে বেছে নিন জমকালো সফট ঢাকাই, কাতান বেনারসি বা সিল্ক বেনারসিদের। এই শাড়িগুলো পরলে হালকা লাগবে অথচ তারই সঙ্গে আভিজাত্যও বজায় থাকবে। এই শাড়ি গায়ে যেন লেপটে থাকে, গরমে অতিরিক্ত মাথাব্যথার কারণ হয় না। তাই গরমে কীভাবে সাজব ভাবলেই যে চিন্তার শুরু হয়, তা থেকে একটু রেহাই পেতে জেনে নিন টিপস।
বর্তমান ‘চতুষ্পর্ণী’-র শ্যুটের জন্য ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের পরিচিত মুখ অঙ্কিতা মল্লিক বেছে নিয়েছিলেন এধরনেরই হালকা তিনটি শাড়ি। সঙ্গে হেয়ার স্টাইলিংয়ে ছিল ফুল, যাতে লুক হয় স্নিগ্ধ অথচ মনকাড়া। জুয়েলারির ক্ষেত্রেও আধিক্য নয়, কখনও শুধু দুল, হাতে চুড়ি, কখনও বা কেবল একটা বড় নেকপিস। কারণ     
অঙ্কিতাও মানেন, হলকা দেওয়া গরমে হালকা সাজগোজই আদর্শ। শ্যুটে রোজ তাঁকে এমনিতেই মেকআপ করতে হয়। তাই এর বাইরে এখন আলাদা অনুষ্ঠানে হালকা মেকআপ ছাড়া আর কিছু ভাবতেই পারছেন না তিনি। সঙ্গে হালকা ধরনের শাড়ি। ব্লাউজ এসময় স্লিভলেস চলতেই পারে। আর সাজের সম্পূর্ণতায় মাথায় ফুলের ছোঁয়া। এর পাশাপাশি তিনি জানালেন, গরমে মুখের সাজে সানস্ক্রিন অবশ্যই যেন থাকে। শুধু বাইরে বেরতে হলে নয়, ঘরের মধ্যেও। কারণ এই প্রচণ্ড তাপমাত্রার সঙ্গে যুঝতে ত্বকের অন্যতম অস্ত্র ওইটিই। এছাড়া প্রয়োজনে খুবই মিনিমাল মেকআপ। ঘামে নইলে সবই নষ্ট হবে। মেকআপের পাশাপাশি ত্বকচর্চায় যেন কোনও ত্রুটি না থাকে। কারণ এসময় ঘাম বেশি হয় বলে র‌্যাশ বা অন্যান্য অ্যালার্জি অনেক বেড়ে যায়। তাই বেশি করে জল খেয়ে সাবধান থাকতে হবে। সামগ্রিকভাবেই সাফসুতরো থেকে খেয়াল রাখতে হবে ত্বকের।  
গরমে হেয়ারস্টাইল নিয়ে বলতে গিয়ে অঙ্কিতা জানালেন, এসময় তাঁর পছন্দ হাই পনিটেল বা খোঁপা। এভাবে চুল বাঁধলে মুখে চুল উড়ে এসে পড়ার সমস্যা নেই। না হলে গরমে এটা খুবই বিরক্তিকর। হেয়ারস্টাইল আরও সুন্দর করতে খোঁপায় গোলাপ বা জুঁই দেওয়া যেতে পারে। 
নিজেকে বিয়ের কনে হিসেবে কীভাবে সাজাতে চান? ওই বিশেষ দিনের সাজ নিয়ে এখনই মাথা ঘামাতে নারাজ অঙ্কিতা। কারণ বিয়ের পরিকল্পনা তাঁর এখনও দূর অস্ত। তবে অন্য কারও বিয়েতে সাজতে বা ব্রাইডসমেড হতে তিনি ভালোইবাসেন। 
এই শ্যুটে রেড সিল্ক বেনারসি, স্লিভলেস ব্লাউজ, খোঁপায় সাদা গোলাপ— এই স্লিক লুকটা তাঁর মনে ধরেছে। অঙ্কিতা বলেন, ‘গরমের বিয়েবাড়ির জন্য দারুণ এটা। জুয়েলারি বলতে শুধু নেকপিস। সবটাই বেশ সুন্দর।’   
গ্রাফিক্স: সোমনাথ পাল
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা