বিনোদন

সব ছবিই রাজনৈতিক: সৃজিত

মৃণাল সেনের শতবর্ষে সৃজিত মুখোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য ‘পদাতিক’ মুক্তি পেল আজ, বৃহস্পতিবার। একান্ত আলাপচারিতায় ছবির ভাবনা ভাগ করে নিলেন পরিচালক।

খুবই অস্থির সময় মুক্তি পেল ‘পদাতিক’।
ঠিকই। বাংলাদেশে তো মুক্তিই পেল না। আর কলকাতার এখন যা মুড, তাতে মানুষের এখন সিনেমা দেখার মন নেই। আর জি কর-এ যে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না মানুষ এখন বিনোদনের জন্য তৈরি। ফলে বক্স অফিসের বিষয়ে আমি আশাবাদী নই। যদি আমি ভুল প্রমাণিত হই, সেটা আমার প্রযোজকের জন্য ভালো হবে। 

মুখ্য ভূমিকায় প্রথম থেকেই চঞ্চল চৌধুরী আপনার পছন্দ ছিলেন?
হ্যাঁ, চঞ্চলই প্রথম পছন্দ ছিলেন। ‘তাগদির’ দেখে ওঁকে কাস্ট করি।  

মৃণাল সেনকে শ্রদ্ধা জানিয়ে অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’ ক’দিন আগেই মুক্তি পেয়েছে, আপনি দেখেছেন?
হ্যাঁ, দেখেছি। আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে অঞ্জনদা যখনই অটোবায়োগ্রাফিকাল ছবি করেন সেটা ‘দত্ত ভার্সেস দত্ত হোক’, ‘চালচিত্র এখন’ই হোক, খুবই অর্গানিক, অসাধারণ হয়।

অঞ্জনের অভিনয় দেখে মনে হয়নি, আপনিও প্রধান চরিত্রে ওঁকে কাস্ট করতে পারতেন?
না। বরং মনে হয়েছে সম্পূর্ণ ভিন্ন অ্যাপ্রোচে তৈরি একটা ছবি। কোনও ওভারল্যাপ নেই। আশ্বস্ত হয়েছিলাম আমারটাই একমাত্র ক্লাসিকাল বায়োপিক। 

মৃণাল সেনের ছবি ‘ক্লাস’ অডিয়েন্সের, এই মত আপনি মানেন?
আমি এই মতের সঙ্গে সম্পূর্ণ সহমত। মৃণাল সেন যে সত্যজিৎ রায়ের মতো উদযাপিত হন না, তার একটা বড় কারণ ওঁর ছবি পপুলিস্ট নয়। 

আপনার এই ছবিতেও সেই ধারণার প্রভাব পড়বে?
না না। মৃণাল সেনের ছবি আর ওঁর জীবনের মধ্যে তফাত আছে। ওঁর জীবন কিন্তু ওঁর ছবির মতো নয়। মৃণালের জীবনে অনেক ওঠাপড়া রয়েছে, লড়াই রয়েছে। পপুলিস্ট, সিনেম্যাটিক মুহূর্ত রয়েছে। সেটা সাধারণ মানুষ রিলেট করতে পারবেন। মৃণাল সেনের ছবি কারও দুর্বোধ্য, কঠিন লাগলেও তাঁর জীবন অনুপ্রাণিত করবে।

মৃণালের যত ছবি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যেত, পরবর্তী কালে সেটা কমেছে কেন? 
আমার তা মনে হয় না। ‘পদাতিক’ই সাতটা ফেস্টিভ্যালে ঘুরল। কান, বার্লিন, ভেনিসের মতো বড় ফেস্টিভ্যালগুলোতে আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি যাচ্ছে। লোকার্নোতে লুব্ধক চট্টোপাধ্যায়ের ছবি যাচ্ছে। দেখুন, সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের যে কম্বিনেশনটা ছিল, সেই মাপকাঠিতে হয়তো এখন আন্তর্জাতিক উৎসবে ছবি যাচ্ছে না। কিন্তু ওঁরা ‘ওয়ান্স ইন আ জেনারেশন’ মানুষ।

আপনার ছবিতে সরাসরি রাজনীতির কথা থাকে না কেন?
আসলে আমার গল্প বলার স্টাইল ওটা নয়। আমরা গল্প বলার স্টাইলে রাজনীতি খুব সূক্ষ্মভাবে আসে। পরোক্ষ ভাবে আসে। সত্যজিৎ রায় ‘প্রতিদ্বন্দ্বী’ করেছেন। মৃণাল সেন ‘কলকাতা ৭১’ তৈরি করেছেন। একই সময়ের ছবি। কিন্তু সম্পূর্ণ আলাদা। 

ছবিতে প্রত্যক্ষ ভাবে রাজনীতি থাকা প্রয়োজন বলে মনে করেন? 
শুধু রাজনীতি নয়। সব কিছু নিয়ে ছবি হওয়া উচিত। তাছাড়া সব ছবিই রাজনৈতিক। কিছু ছবি প্রত্যক্ষ, কিছু ছবি পরোক্ষ ভাবে রাজনৈতিক। সব কিছু নিয়ে ছবি হলে তবেই একটা ইন্ডাস্ট্রি এগয়। এটা আমি বিশ্বাস করি। 
স্বরলিপি ভট্টাচার্য
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা