বিনোদন

আকাঙ্ক্ষা থাকলে চ্যালেঞ্জ থাকবেই: রসিকা

কে কে মেনন-এর সঙ্গে আসন্ন ওয়েব সিরিজ ‘শেখর হোম’-এ অভিনয় করেছেন রসিকা দুগল। জিও সিনেমায় সিরিজ মুক্তির আগে এক সাক্ষাৎকারে রসিকা জানালেন নানা কথা।
 
ইচ্ছাপূরণ 
প্রথমবার গোয়েন্দাধর্মী কোনও প্রোজেক্টে অভিনয় করলেন রসিকা দুগল। সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বললেন, ‘ডিটেক্টিভ ঘরানার কাজ এর আগে আমি করিনি। তাই এই অফার আসতেই রাজি হয়ে গিয়েছিলাম। কে কে মেনন আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন। ওঁর সঙ্গেও কাজ করার ইচ্ছে দীর্ঘদিনের। সেটাও পূরণ হল।’

জনপ্রিয়তা  
অভিনেত্রী হিসেবে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন রসিকা। এর কৃতিত্ব ওটিটি-কে দিতে চাইলেন তিনি। তাঁর দাবি, ‘ওটিটির আগে আমার কিছু ছবি বড় পর্দাতেও মুক্তি পেয়েছে। কিন্তু ওটিটির মাধ্যমে আমি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। ‘মির্জাপুর’, ‘দিল্লি ক্রাইম’ আমাকে খ্যাতি দিয়েছে। অভিনেত্রী হিসেবে এটা দারুণ প্রাপ্তি।’

পছন্দের চরিত্র 
কেরিয়ারে এখনও পর্যন্ত সব চরিত্রই যে রসিকার মনের কাছের, তা নয়। বরং ‘দিল্লি ক্রাইম’-এর নীতি সিং-এর চরিত্রটিকে তিনি এগিয়ে রাখলেন। ‘নীতির সঙ্গে আমার নিজের অনেক মিল খুঁজে পাই। প্রতিটা সিজনে ওর উন্নতির মধ্যে আমি যেন নিজেকে আবার দেখতে পাই। প্রথম সিজনের নীতি আমাকে আমার কলেজ জীবনের কথা মনে করিয়ে দিয়েছিল। আমাদের মতাদর্শ, চিন্তাভাবনা, পরিশ্রম করার মানসিকতা একই রকম ছিল। নীতি শক্ত মনের, কিন্তু ওর বাইরেটা নরম, আর ও মৃদুভাষী। অনেক সময় মানুষ মনে করেন যে মৃদুভাষী হওয়া তার দুর্বলতা। এটা ঠিক নয়। আমিও মৃদুভাষী বলে মানুষ আমায় ভুল বোঝেন। কিন্তু মৃদুভাষী হওয়া অনেক বড় শক্তি বলে আমি মনে করি’, বললেন রসিকা।

প্রতিযোগিতা
প্রতিযোগিতায় আপত্তি নেই রসিকার। কিন্তু সুস্থ প্রতিযোগিতা প্রয়োজন। তাঁর কথায়, ‘প্রতিযোগিতা থাকা প্রয়োজন। প্রতিযোগিতা আমাকে অনুপ্রাণিত করে, অভিনেত্রী হিসেবে উন্নতি করতে উৎসাহ দেয়। এটাকে সবসময় ইতিবাচক ভাবে নেওয়া উচিত।’

চ্যালেঞ্জ
রসিকার মতে অভিনেতার চ্যালেঞ্জ কখনও শেষ হয় না। তিনি বলেন, ‘একজন শিল্পী সবসময় নিজের অভিজ্ঞতার ব্যাপ্তি চান। আমিও নানা ঘরানায় কাজ করতে চাই। কমেডিতে কাজ করার ভীষণ ইচ্ছে আমার। আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই। আকাঙ্ক্ষা থাকলে, চ্যালেঞ্জ তো থাকবেই। নিজের স্বপ্ন পূরণ করতে গেলে পথ কখনও মসৃণ হয় না।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা