বিনোদন

ভালো শুরু, ছবি এগতেই মোহভঙ্গ
সিনেমার সমালোচনা: ফির আয়ি হাসিন দিলরুবা

সে ফিরে এল। কিন্তু তাকে দেখার পরে মনে হল, সে না এলেই পারত! কথা হচ্ছে ‘হাসিন দিলরুবা’কে নিয়ে। ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ছবিটির সিক্যুয়েল সম্প্রতি এসেছে একই প্ল্যাটফর্মে। ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ নামে এই ছবি দেখে মনে হচ্ছে, সিক্যুয়েল বানানোর কী দরকার ছিল?
তুলনায় আগের ছবিকে পেরিয়ে যেতে না পারলে সিক্যুয়েলের কোনও সার্থকতা থাকে না। এক্ষেত্রেও হয়েছে তাই। রিশু (বিক্রান্ত ম্যাসি) আর রানির (তাপসী পান্নু) প্রেমগাথা আগের বার যেখানে শেষ হয়েছিল, অর্থাৎ অবৈধ সম্পর্কে জড়িয়ে নীল (হর্ষবর্ধন রানে)কে স্বামীর সঙ্গে মিলে খুন করার পর পালিয়ে বাঁচতে চায় রানি। তারপর থেকেই শুরু হয়েছে এবারের কাহিনি। একই শহরে (আগ্রা) নাম ভাঁড়িয়ে পুলিসের চোখে ধুলো দিয়ে রিশু-রানি শুরু করে অন্যরকম বাঁচা। পাশাপাশি বা কাছাকাছি দাঁড়িয়েও তারা কথা বলে হেডফোনে, যাতে কারও সন্দেহ না হয়। যাতে কেউ না বোঝে যে তারা পূর্বপরিচিত। শুরুতে এছবির টানটান পরত ছিল বটে। এবারের ছবিতে ‘সম্পর্কে তৃতীয় ব্যক্তি’ অভিমন্যুর (সানি কৌশল) সঙ্গে দেখা হওয়ার সময়েই, স্ক্রিনে বিপরীত দিক থেকে রিশুর আবির্ভাব, তার প্রস্থেটিক আঙুলের হালকা পরশ রানির আঙুলে, অঝোর বৃষ্টির মধ্যে কিশোরকুমারের গলায় ‘এক হাসিনা থি...।’ যাকে বলা যায়, খুবই চিত্তাকর্ষক শুরু। গুছিয়ে বসবেন দর্শক। তবে ছবি এগতে এগতেই মোহভঙ্গ হবে।
আগের পর্বে বোঝানোর চেষ্টা হয়েছিল রিশু মারা গিয়েছে, বিস্ফোরণে উড়ে যাওয়া ও পরে উদ্ধার হওয়া কাটা হাতে রানির নাম লেখা ছিল ট্যাটু দিয়ে। তাই এই ছবিতে পুলিসের হাত থেকে নিজেদের বাঁচানোই মূল লক্ষ্য রানি-রিশুর। ফলে থ্রিলারোচিত চমক সে অর্থে নেই। এই ছবিতে পুলিসের বড় কত্তা মৃত্যুঞ্জয় প্রসাদের চরিত্রে জিমি শেরগিলের আবির্ভাব একটু একঘেয়েমি কাটায়। কিন্তু সেটা গোটা গল্পকে জোরদার করতে পারেনি। অভিনয় ভালো হওয়া সত্ত্বেও কাহিনির দুর্বলতাই এছবির শত্রু। একের পর এক অবিশ্বাস্য মুহূর্তের জাল বুনে কাহিনিকে দাঁড় করানোর ব্যর্থ চেষ্টা করেছেন পরিচালক জয়প্রসাদ দেশাই। ছবিতে ক্লাইম্যাক্স একটা নয়, এত ঘনঘন তার উপস্থিতি যে দর্শক ক্লান্ত বোধ করবেন। যমুনার উপরে সেতু থেকে কুমিরের মুখে পড়ে যাওয়া অথবা পাহাড়ের দুর্গম খাঁজ থেকে পতন, যে কোনও ভয়ঙ্কর পরিস্থিতি থেকেই বেঁচে ফিরছে রানি-রিশু। এটা কি থ্রিলার হল? রানি-রিশুর প্রেম অজেয় বোঝাতে পরিচালকের হাতে আর কোনও উপায় ছিল না?
অন্বেষা দত্ত
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা