বিনোদন

‘দর্শকের প্রত্যাশার চাপ নিই না’

‘শেখর হোম’ ওয়েব সিরিজে গোয়েন্দার বেশে আসছেন অভিনেতা কে কে মেনন। জিও সিনেমায় মুক্তির অপেক্ষায় রোহন সিপ্পি এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজ। একান্ত আলাপচারিতায় ভিন্নধর্মী অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা।

দৃষ্টিভঙ্গির পার্থক্য
‘শেখর’ আসলে কেমন? মেনন বলেন, ‘শেখরের গল্প একেবারে মাটির কাছাকাছি। সেজন্যই আমি আগ্রহী হয়েছিলাম।’ সৃজিতের সঙ্গে এর আগেও কাজ করেছেন তিনি। পরিচালকের ‘গুমনামী’ ছবির হিন্দি সংস্করণে তিনি অনিবার্ণ ভট্টাচার্যের চরিত্রের ডাবিং করেছিলেন। সেই অভিজ্ঞতার প্রসঙ্গ মনে করিয়ে বললেন, ‘সৃজিত আর রোহন দু’জনের পরিচালনার স্টাইল আলাদা। দুই পরিচালকের আলাদা দৃষ্টিভঙ্গি কাজ করতে গিয়ে আমরা বুঝেছি। দেখার সময় দর্শকও বুঝবেন।’

প্রত্যাশার চাপ 
কে কে মেনন কেরিয়ারের এমন পর্যায়ে পৌঁছেছেন, তাঁর থেকে দর্শকের ভিন্নধর্মী কাজের প্রত্যাশা রয়েছে। সেকথা নিজেও জানেন তিনি। হেসে বলেন, ‘কেরিয়ারের শুরু থেকেই আমি বাইরে থেকে ভিতরটা দেখিনি। সবসময় ভিতর থেকে বাইরেটা দেখেছি। আমার পদ্ধতি ঠিক ছিল বলেই আমার কাজ প্রশংসিত হয়েছে এতদিন।’ চিত্রনাট্য ভালো লাগলে তবেই কোনও প্রোজেক্টের প্রতি আগ্রহ দেখান মেনন। আর দর্শকের প্রত্যাশা? ‘দর্শকের প্রত্যাশার কোনও চাপ আমার উপর পড়ে না কখনও। কারণ আমার বিশ্বাস, আন্তরিক ভাবে কাজ করলে তার ফল ভালো হবেই’, বলেন তিনি।

বক্স অফিসের ফর্মুলা
ইদানীং ছবির গল্পই আসল হিরো। কিন্তু আজ পর্যন্ত বক্স অফিসের নির্দিষ্ট ফর্মুলা বুঝতে পারেননি মেনন। তাঁর কথায়, ‘একটা ছবি হিট করার ফর্মুলা আমার সত্যি জানা নেই। তবে গল্প ভালো হলে দর্শক তা দেখবেন। ওটিটির ক্ষেত্রে কনটেন্ট ভালো হতেই হবে।’

প্রিয় চরিত্র
কোনও চরিত্রে একবার অভিনয় করা হয়ে গেলে, তা আর বয়ে নিয়ে যেতে পছন্দ করেন না মেনন। দীর্ঘ কেরিয়ারে প্রিয় চরিত্র কোনটা? অভিনেতার উত্তর, ‘কোনও চরিত্রকেই আমি নিজের কাছে রাখি না। অভিনয় হয়ে গেলে সেই চরিত্রকে আমি শ্যুটিং সেটেই রেখে আসি। দর্শকের যেটা প্রিয়, সেই চরিত্রটা আমারও প্রিয়।’

গঠনমূলক সমালোচনা 
সমালোচনা পছন্দ করেন মেনন। কিন্তু তা গঠনমূলক হওয়াই বাঞ্ছনীয়। তাঁর স্ত্রী অভিনেত্রী নিবেদিতা ভট্টাচার্যও কাজের সমালোচনা করেন। কিন্তু সেটা গঠনমূলক। অভিনেতা বললেন, ‘আমরা দু’জনেই শিল্পী, সে কারণেই গঠনমূলক সমালোচনা করতে আমরা পছন্দ করি। তবে আমি আমার নিজের কাজ কমই দেখি। কোনও কাজের প্রশংসা বা সমালোচনা যাই আসুক, সেটা পিছনে ফেলে রেখে সামনে এগতে থাকি। আমি মনে করি একজন অভিনেতার জন্য এটা জরুরি।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা