বিনোদন

বাগদান সারালেন নাগার্জুন পুত্র চৈতন্য, পাত্রী শোভিতা

চেন্নাই, ৮ আগস্ট: জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রী সামান্থার সঙ্গে ডিভোর্সের আড়াই বছর পর আজ, বৃহস্পতিবার বাগদান সারলেন নাগার্জুন পুত্র নাগা চৈতন্য। পাত্রী শোভিতা ধুলিপালা। গত বছর থেকেই তাঁদের প্রেমের খবর ইতিউতি শোনা যাচ্ছিল। গুঞ্জন ছিলই খুব শীঘ্রই চারহাত এক হতে পারে তাঁদের। সেই জল্পনাকে সত্যি করে আজ বাগদান সারলেন চৈতন্য-শোভিতা। এদিন সকালে বাগদান পর্বের পরই সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি প্রকাশ্যে আসে। বাগদানের অনুষ্ঠানে শোভিতা পরেছিলেন হালকা গোলাপি রঙের শাড়ি। খোঁপায় ছিল ফুল। নাগা চৈতন্যের পরনে ছিল সাদা রঙয়ের শেরওয়ানি।
এক্স হ্যান্ডেলে অনুষ্ঠানের ছবি পোস্ট করেন পাত্রের বাবা নাগার্জুন। ছবি পোস্টের পাশাপাশি তিনি লেখেন, শোভিতা ধুলিপালার সঙ্গে আমাদের ছেলে নাগা চৈতন্যের বাগদান সম্পূর্ণ হয়েছে। আপনাদের এই খবর দিতে পেরে আমি খুবই আনন্দিত। আজ সকাল ৯টা ৪২ মিনিটে ওঁদের বাগদান সম্পন্ন হয়েছে। আমাদের পরিবারে শোভিতাকে স্বাগত জানাচ্ছি। আমরা সকলে খুবই খুশি। যুগলকে অনেক শুভেচ্ছা জানাই। ওদের জীবন ভালবাসা এবং সুখে ভরে থাকুক। ঈশ্বর ওদের মঙ্গল করুন। উল্লেখ্য, ২০২১ সালে প্রথম স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছিলেন চৈতন্য। দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন তাঁরা। সামান্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, বিবাহিত থাকাকালীনই নাকি শোভিতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তাঁর স্বামী। যদিও এই বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি চৈতন্য। পরে নাগা চৈতন্য এবং শোভিতার ইউরোপে ছুটি কাটানোর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তখন থেকেই জল্পনা শুরু হয় যে তাঁরা সম্পর্কে জড়িয়েছেন।  
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা