বিনোদন

‘অনিশ্চয়তা জেনেই এই পেশায় এসেছি’

হইচই-এর ওয়েব সিরিজ ‘পরিণীতা’ মুক্তির আগে আড্ডায় অভিনেতা গৌরব চক্রবর্তী।

মহাভারত পড়েছেন?
পড়েছি। 

আপনার পছন্দের চরিত্র?
আমার পছন্দের চরিত্র কর্ণ। শ্রীকৃষ্ণকেও ভালো লাগে। এটা অভিনেতার দৃষ্টিভঙ্গি থেকে বলছি।

কর্ণের সঙ্গে নিজের কোনও মিল খুঁজে পান?
(একটু ভেবে) কর্ণর সঙ্গে মিল আছে কি না, সেভাবে ভেবে দেখিনি। কেন বলুন তো? (হাসি)

আসলে অনেকেই বলেন, প্রতিভা থাকা সত্বেও আপনি সুযোগ পান না। অনেকটা কর্ণর মতো...।

(হাসি) কেন সুযোগ কম পাই, সে প্রশ্ন প্রযোজক, পরিচালকদের করতে হবে। আমরা মনে হয়, ইন্ডাস্ট্রিটাই এমন। অনেকে আছেন, যাঁদের বিরাট প্রতিভা ছিল। যে জায়গায় পৌঁছনোর কথা ছিল, সেখানে পৌঁছননি। ফলে প্রতিভার পাশাপাশি প্রচণ্ড পরিশ্রমের প্রয়োজন। আর ভাগ্যের বড় জায়গা থাকে। ‘পাতালঘর’ ছবির গান ‘যে কোনও ভূমিকায়’ শুনছিলাম একটু আগে। মনে হচ্ছিল, খরাজ মুখোপাধ্যায়ের মতো একজন অভিনেতাকে বাংলা ইন্ডাস্ট্রি কতটা ব্যবহার করতে পেরেছে? দেখুন, আমাদের ইন্ডাস্ট্রি ছোট। মুম্বই এবং দক্ষিণ ভারতের তুলনায় পরিমাণে কম কাজ হয়। ফলে প্রযোজকরা নিশ্চিত হয়ে টাকা লাগাতে চান। যারা একটু অন্যরকম, তাদের জায়গা করে নেওয়া কঠিন। অসম্ভব বলছি না। সময় লাগে। শাশ্বত চট্টোপাধ্যায় অনেকটা পরে গিয়ে সাফল্য পেয়েছেন। তাঁকেও একসময় অপব্যবহার করা হচ্ছিল। 

কাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতাশ লাগে না?
না। হতাশ লাগেনি। কিন্তু দুঃখ যে হয়নি, তা নয়। ২০১২ সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘অপুর পাঁচালি’ করে অনেক প্রশংসা পেয়েছিলাম। তখন সত্যিই ভেবেছিলাম, এবার ভালো কাজ আসবে। কিন্তু ওই ছবিটার পর দেড় বছর বাড়িতে বসেছিলাম। কোনও কাজ আসেনি। ভাগ্যবশত তখন বাবার হোটেলে থাকতাম। বাড়ি, গাড়ির ইএমআই দিতে হতো না। কিন্তু এমন পরিস্থিতি অভিনেতার জীবনে আসে। এটা এই কাজের ধরন। অনিশ্চয়তা জেনেই এই পেশায় এসেছি। এই ইন্ডাস্ট্রির ব্যাকগ্রাউন্ড থাকার দরুণ, অনেক রকম পরিস্থিতি দেখে বড় হয়েছি বলেই আমার একটা ধারণা রয়েছে। ফলে ডিপ্রেশন হয়নি কখনও।

‘পরিণীতা’র ‘শেখর’ হওয়ার প্রস্তুতি কেমন ছিল?
পুরনো দিনের ঐতিহ্যপূর্ণ বাঙালি ইমেজ হয়তো আমার রয়েছে। আমি খুব ভাগ্যবান, আমার বাবা আর মায়ের বড় হওয়া দুরকম ভাবে। মা প্রবাসী বাঙালি। অনেকটা সময় বিদেশে কাটিয়েছেন। মায়ের মধ্যে ওয়ের্স্টান ব্যাপারটা রয়েছে অনেকটা। বাবার অনেকটা সময় দিল্লিতে কেটেছে। বাবার মধ্যে বাঙালিয়ানা ভীষণ ভাবে রয়েছে। দুটো পৃথিবীর সেরাটা আমি পেয়েছি। ফলে স্যুট এবং ধুতি পরে একইরকম কমফর্টেবল আমি। বাংলা, হিন্দি এবং ইংরেজি সবটাই সাবলীল ভাবে বলতে পারি। সেটা অভিনয়ের জায়গায় কাজে লেগে যায়। শেখরের মতো চরিত্র করার জন্য ভেতরে যতটা বাঙালিয়ানা আছে, সেটা বের করে আনতে হয়েছে।

ক্লাসিক চরিত্রে অভিনয় করা কি তুলনায় কঠিন?
আসলে ‘ব্যোমকেশ’-এ যেটা করেছিলাম, শেখরের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রেও আমার একই হোমওয়ার্ক ছিল। পুরনো কাজগুলো দেখিনি। আর বইটা খুব মন দিয়ে পড়েছি। ‘পরিণীতা’ পড়ে শেখরকে যেভাবে কল্পনা করি, সেটাই দেখাতে চেয়েছি। সৌমিত্র চট্টোপাধ্যায় বা সইফ আলি খান কীভাবে করেছিলেন, সেগুলো ফলো করতে চাইনি। 

গতির দুনিয়ায় রিল ছেড়ে ‘পরিণীতা’ কেন দেখবেন দর্শক?
দর্শক একদিকে যেমন রিল দেখতে ভালোবাসেন। যদি বিনোদন থাকে তাহলে স্লো কনটেন্টও ভালোবেসেই দেখেন। তার সবথেকে বড় উদাহরণ ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। বিনোদনের কারণেই দর্শক দেখবেন ‘পরিণীতা’।
স্বরলিপি ভট্টাচার্য
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা