বিনোদন

অশান্ত বাংলাদেশের আঁচ টলিপাড়াতেও, স্তব্ধ প্রচার-ডাবিং

অশান্ত পদ্মাপারের দেশ। তার প্রভাব এসে পড়েছে টলিউডেও। সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ কলকাতা ও ঢাকায় একসঙ্গে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা হয়ে উঠছে না। আবার প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’ ছবিটির কাজও থমকে গিয়েছে। দিন কয়েক আগেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ‘গোপনে’ বাংলাদেশে কাজ করতে যাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সেই উত্তাপ কাটতে না কাটতেই টলিপাড়ার আকাশে ফের বাংলাদেশ কাঁটা। 
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘পদাতিক’ ছবির ট্রেলার। স্বভাবতই সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনিই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন। মৃণাল সেনের চরিত্রে তাঁর পোস্টারেই ইতিমধ্যে ঢেকেছে শহর কলকাতা। আগামী ১৫ আগস্ট কলকাতায় মুক্তি পাওয়ার কথা ছিল ওই ছবির। একই সঙ্গে কথা ছিল ঢাকার রাস্তাও এমন পোস্টারে ছেয়ে যাবে। কিন্তু সেনা অভ্যুত্থান হয়েছে সেই দেশে। এই অবস্থায় ওই দেশে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার মতো মানসিকতা হয়তো কারওরই নেই। ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান বলছিলেন, ‘এই পরিস্থিতির জন্য একই দিনে ঢাকায় ছবি মুক্তি সম্ভব হচ্ছে না। আগামী দিনে কবে করা যায়, ভেবে দেখা হবে।’ আর প্রচার? চঞ্চল চৌধুরী তো নিজেই এই ছবির প্রচারে যুক্ত হতে পারলেন না। প্রযোজকের কথায়, ‘প্রথম দিকে তো উনি প্রচারে যোগ দিয়েছিলেন। এখন তো কিছু করার নেই।’ অন্যদিকে প্রতীমের পরিকল্পনা ছিল ‘চালচিত্র’র ডাবিং তিনি আগস্ট মাসেই শুরু করবেন। এই ছবিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয় করেছেন। কিন্তু এই মুহূর্তে অপূর্বর পক্ষে কলকাতায় এসে ডাবিং করা কার্যত অসম্ভব। প্রতীম বলছিলেন, ‘আমি এখন ঢাকাতে গিয়ে এই অবস্থায় কোনও স্টুডিওতে ডাবিং করতে চাইছি না। কিন্তু আর অপেক্ষা করাটাও মুশকিল। তাই ঠিক করেছি, আপাতত ডাবিং শুরু করে দেব। দিন সাতেক আগে অপূর্বর সঙ্গে কথা হয়েছিল, ও বাংলাদেশের গোটা বিষয়টা নিয়ে খুবই চিন্তিত।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা