বিনোদন

গল্পে ফাঁক থাকলেও রোমাঞ্চে ফাঁকি নেই

দেবত্রী ঘোষ: বলিউডে স্পাই থ্রিলার নতুন নয়। এর আগে ‘রাজি’, ‘ম্যাড্রাস কাফে’, ‘ফ্যান্টম’ স্পাই থ্রিলার হিসেবে দর্শকের মন জিতে নিয়েছে। তবে এই ছবিগুলির প্রায় সবই সেনাবাহিনীর মানুষজনকে ঘিরে। সুধাংশু সারিয়া পরিচালিত ‘উলঝ’ স্পাই থ্রিলার হলেও, এই ছবিগুলির চেয়ে একটু অন্যরকম। এর গল্প জুড়ে রয়েছে আমলা, কূটনীতিক, বিদেশমন্ত্রকের সেইসব মানুষগুলি যাঁরা এমন কিছু সঙ্কটজনক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, যেখানে ব্যর্থ হলে দেশে যুদ্ধ পর্যন্ত লেগে যেতে পারে।  
ছবির নাম ‘উলঝ’। যার বাংলা মানে ফাঁদে ফেলা। কিন্তু যার পরিবারের তিন পুরুষ আমলা এবং যে এত কম বয়সে ইউকের ‘ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনার’— সেই সুহানা ভাটিয়া (জাহ্নবী কাপুর) এত সহজে ফাঁদে পড়ে যাবে কে জানত? থ্রিলার হিসেবে শুরুর টুইস্টটা এত সহজে অনুমান করা গেলে দর্শক হিসেবে একটু হতাশ হতে হয় বইকি! 
স্টার শেফ নকুলের (গুলশন দেবাইয়া) মিষ্টি কথা, আর সুস্বাদু রান্নার প্রলোভনে পা দিতে বেশি সময় লাগে না সুহানার। খুব সহজেই ব্ল্যাকমেলিংয়ের শিকার হয় সে। গল্পের শুরুটুকু আন্দাজ করা গেলেও লেখক পারভিজ শেখ গল্পের পরতে পরতে রোমাঞ্চের খামতি রাখেননি। আর সেই জন্যই দু’ঘণ্টার সামান্য বেশি সময়ের এই ছবি দর্শককে বসিয়ে রাখবে। গল্প বেশ দ্রুত গতিতে এগিয়েছে। সেই সঙ্গে এমন কিছু মুহূর্তও রয়েছে, যা দর্শককে চমকে দেবে। আতিকা চোহানের লেখা সংলাপও বেশ জমাটি। তবে স্পাই থ্রিলার হলেই ভারত-পাকিস্তান সম্পর্ক তুলে আনতে হবে, সেটা একটু ক্লান্তিকর হয়ে যাচ্ছে। 
এই গল্পে ‘নেপোটিজম’ এর একটি দিক খুব স্পষ্ট করে দেখানো হয়েছে। আর সেই চরিত্রে বলিউডের স্টারকিড জাহ্নবীকে দিয়ে অভিনয় করানো পরিচালকের বুদ্ধিমত্তার পরিচয়। তিনি এই ছবিতে অভিনয়ের জন্য যাঁদের বেছে নিয়েছেন, তাঁরা গল্পের বেশ কিছু দুর্বল দিক ঢেকে দিয়েছেন নিজেদের অভিনয় গুণে। রোশন ম্যাথিউ, আদিল হুসেন, রাজেশ তাইলাং ও গুলশন তাঁদের চরিত্রগুলি অত্যন্ত বিশ্বাসযোগ্য করে তুলেছেন। তাই চরিত্র গঠনে যে সব খামতি ছিল, তার প্রায় সবটাই ঢাকা পড়ে গিয়েছে। মেইয়াং চ্যাং সামান্য কয়েকটি দৃশ্যেই নজর কেড়েছেন। পর্দায় তাঁকে আরও বেশি করে দেখা গেলে ভালো লাগবে। জাহ্নবীও মন দিয়ে অভিনয় করেছেন। ছবি নির্বাচনের ক্ষেত্রে জাহ্নবীর কেরিয়ারে এটি যথেষ্ট ব্যতিক্রম। রোশন ম্যাথিউয়ের সঙ্গে তাঁর রসায়ন অন্যান্য একঘেয়ে বলিউডি জুটির চেয়ে ঢের আলাদা ও সতেজ। 
ক্লাইম্যাক্সে স্পষ্ট সিক্যুয়েলের ইঙ্গিত রয়েছে। সেটা হলে, পরিচালক রোমাঞ্চের সঙ্গে এবার গল্পের দিকেও বেশি নজর দেবেন, আশা করা যায়। 
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা